Ritwick Chakraborty: কলকাতার তপ্ত রাস্তায় চাকরির খোঁজে ঋত্বিক চক্রবর্তী। শহরের বিভিন্ন জায়গায় ফ্রেমবন্দি হলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেই নিজেই জানালেন টলিউডের এই জনপ্রিয় অভিনেতা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাকরি খুঁজতে গিয়েই গোলকধাঁধায় পড়েছেন ঋত্বিক চক্রবর্তী, কিন্তু হঠাৎ চাকরিই বা খুঁজছেন কেন?
আসলে এটা বাস্তব নয়, সবটাই ঘটছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের আগামী ছবি "একটু সরে বসুন"-এর চিত্রনাট্যে।
বনফুলের ছোট গল্পের অবলম্বনে তৈরি এই ছবি মূলত কমেডি। গ্রাম থেকে চাকরি খুঁজতে আসা এক ছেলের নানা গোলকধাঁধায় পাক খাওয়ার গল্প "একটু সরে বসুন"।
কলকাতার বিভিন্ন জায়গায় চলছে শ্যুটিং। ঋত্বিকের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে ইশা সাহাকে।
অনেকদিন পর ফের একসঙ্গে ফ্রেম শেয়ার করতে দেখা গেল ঋত্বিক ও পাওলিকে।