১৫ এপ্রিল মুম্বইতে বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। তার আগেই চোট পেয়ে বসলেন রোহিত শর্মা। মুম্বইয়ের হয়ে প্র্যাকটিসে নেমে চোট পেলেন তিনি।
হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রোহিত। আইপিএলে এখনও পর্যন্ত সেরাটা দিতে পারেননি রোহিত। পাঁচ ম্যাচে তিনি করেছেন ১১৮ রান। এরই মধ্যে আবার চোট!
চোট গুরুতর নয় বলেই আপাতত সূত্র মারফত জানা গিয়েছে। তবে এদিন যন্ত্রণায় কাতরাতে দেখা যায় রোহিতকে। এর পর মাঠের বাইরে দলের ফিজিওর থেকে প্রাথমিক চিকিত্সা নেন তিনি।
আজই পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামবে রোহিতের মুম্বই। শিবিরের তরফে অবশ্য রোহিতের চোট নিয়ে এখনও কোনও আপচেট দেওয়া হয়নি।
৩০ মে শুরু হচ্ছে বিশ্বকাপ। ২৩ মে-র মধ্যে প্রতিটি দলকে স্কোয়াড ঘোষণা করা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য তার আট দিন আগেই দল ঘোষণা করতে পারে বলে খবর।