PHOTOS

RSS Office in Delhi: প্রায় ৪ একর জমিতে ১২ তলার ৩ টাওয়ার, রাজধানীতে তৈরি হল আরএসএসের ১৫০ কোটির আলিশান কার্যালয়

 এটির অডিটোরিয়ামটির নামকরণ কার হয়েছে রাম মন্দির আন্দোলনের পুরোধাপুরুষ অশোক সিংহলের নামে

Advertisement
1/7
বিশাল এলাকা
বিশাল এলাকা

আলিশান বললেও কম বলা হয়। দিল্লিতে নতুনভাবে তৈরি হল আরএসএস-এর কার্যালয়। মোট ৩.৭৫ একর জমির উপরে ছড়ানো এই অফিসের অফিস স্পেস প্রায় ৫ লাখ বর্গ ফুট। রয়েছে ৩টি টাওয়ার। প্রতিটি টাওয়ারে রয়েছে ১২টি তলা।

2/7
তিনটি টাওয়ার
তিনটি টাওয়ার

গত ২ দশক ধরে দ্রুত গতিতে বাড়ছে বিজেপির আদর্শগত সংগঠন রাষ্ট্রীয় সয়ং সেবক সঙ্ঘ। এবার সংগঠনে সদস্যদের কথা মাথায় রেখে তৈরি করা হল ওই বিশাল কার্যালয়। এখানে তিনটি টাওয়ার রয়েছে ৩০০ রুম।

3/7
নির্মাণ শুরু ২০১৮ সালে
নির্মাণ শুরু ২০১৮ সালে

২০১৮ সালে এটির নির্মাণ কাজ শুরু হয়। এটির মধ্যে প্রধান যে অডিটোরিয়ামটি রয়েছে সেটির নামকরণ কার হয়েছে রাম মন্দির আন্দোলনের পুরোধাপুরুষ অশোক সিংহলের নামে।

4/7
মোট ৩ টাওয়ার
মোট ৩ টাওয়ার

প্রতিট টাওয়ারে রয়েছে গ্রাউন্ড ফ্লোর ও ১২টি ফ্লোর। তিনটি টাওয়ারের নামকরণ করা হয়েছে যথাক্রমে সাধনা, প্রেরনা ও অর্চনা নামে। কার্যালয়ের নাম কেশবকুঞ্জই থাকছে।

5/7
বিশাল লাইব্রেরি
বিশাল লাইব্রেরি

গোটা অফিসের জন্য বসানো হয়েছে বিশাল সোলার প্যানেল। এখানে একটি লাইব্রেরি রয়েছে যেখানে বইয়ের সংখ্য়া ৮৫০০।

6/7
হাসপাতাল
হাসপাতাল

কার্যালয়ে রয়েছে একটি ৫ শয্যার হাসপাতাল। গোটা কার্যালয়টি নতুন করে তৈরি করতে খরচ হয়েছে ১৫০ কোটি টাকা। এর জন্য চাঁদা দিয়েছেন ৭৫,০০০ সমর্থক। নির্মাণে সময় লেগেছে ৮ বছর।

7/7
উদ্বোধন
উদ্বোধন

নতুনভাবে তৈরি এই কার্যালয়ে কাজ শরু হবে ১৯ ফেব্রুয়ারি। ওইদিন আরএসএস প্রধান মোহন ভাগবত আরএসএসের কার্যকর্তা সম্মেলনে অংশ নেবেন। ওই সম্মেলনে যোগ দেবেন ১৫০০ আরএসএস কর্মী।





Read More