PHOTOS

'আড্ডা দিতে গিয়ে রঙ না পাল্টে যায়' Raj-র সঙ্গে ছবি পোস্ট, ট্রোলড Rudranil

Advertisement
1/7
ট্রোলড রুদ্রনীল
ট্রোলড রুদ্রনীল

নিজস্ব প্রতিবেদন: পুরনো বন্ধুদের সঙ্গে ঘরোয়া আড্ডার ছবি পোস্ট করে ট্রোল হতে হল অভিনেতা রুদ্রনীল ঘোষকে। সেই আড্ডায় রুদ্রনীলের সঙ্গে ছিলেন রাজ চক্রবর্তী। সেখান থেকেই শুরু জল্পনা, তাহলে কি এই মরসুমে রঙ পাল্টাচ্ছেন রুদ্র। সে কথা অবশ্য অস্বীকার করেছেন অভিনেতা। 

2/7
আড্ডায় আবীর
আড্ডায় আবীর

ঘরোয়া আড্ডায় রুদ্রনীল ছাড়াও উপস্থিত ছিলেন সস্ত্রীক আবীর চট্টোপাধ্যায়। 

3/7
আড্ডা গপ্পো
আড্ডা গপ্পো

মাঝে মাঝেই একসঙ্গে আড্ডা দেন রুদ্রনীল ঘোষ, আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী ও পদ্মনাভ দাশগুপ্ত। 

4/7
আড্ডার আসর
আড্ডার আসর

এবার এই আড্ডার আসর বসেছিল পদ্মনাভ দাশগুপ্তর বাড়িতে। 

5/7
রাজ-পরমব্রত
রাজ-পরমব্রত

রাজ, পরমব্রত, রুদ্রনীল বহুদিনের বন্ধু। তাঁদের রাজনৈতিক চিন্তাভাবনায় দূরত্ব এলেও তাঁদের বন্ধুত্ব যে অটুট তা বলাই বাহুল্য।

6/7
বন্ধু চল...
বন্ধু চল...

রাজের সঙ্গে ছবি পোস্ট করার পরই নেটিজেনদের তোপের মুখে পড়েন রুদ্রনীল। এক নেটিজেন লেখেন, আড্ডা দিতে দিতে আবার রঙ পাল্টে ফেলবেন না। তবে শুধু একজন নয়, একাধিক নেটিজেন এই সংশয় প্রকাশ করেছেন কমেন্ট বক্সে। 

7/7
সঙ্গে শুভশ্রী
সঙ্গে শুভশ্রী

তবে শুধু রাজই নয়, আড্ডায় হাজির ছিলেন শুভশ্রীও। 





Read More