Binodini: রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় নটী বিনোদিনীর বায়োপিকে বিনোদিনী দাসী হচ্ছেন রুক্মিনী। ১৪০ বছর পর সেই স্বপ্নপূরণ হল বিনোদিনীর। সেই উপলক্ষে দক্ষিণেশ্বরের ভবতারিনী মন্দিরে ১৪০ প্রদীপ জ্বালালেন রুক্মিনী-রামকমল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিনোদিনী হয়ে খুব শীঘ্রই পর্দায় আসতে চলেছেন রুক্মিনী মৈত্র।
রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় নটী বিনোদিনীর বায়োপিকে বিনোদিনী দাসী হচ্ছেন রুক্মিনী।
সম্প্রতি স্টার থিয়েটারের নাম বদল করে রাখা হয়েছে বিনোদিনী থিয়েটার, যা বরাবরই চেয়েছেন বিনোদিনী।
১৪০ বছর পর সেই স্বপ্নপূরণ হল বিনোদিনীর। সেই উপলক্ষে দক্ষিণেশ্বরের ভবতারিনী মন্দিরে ১৪০ প্রদীপ জ্বালালেন রুক্মিনী-রামকমল।
রুক্মিনী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'প্রায় ১৪০ বছরের অপেক্ষার অবসান। মানত করা হয়েছিল, যত বছর বিনোদিনী দাসী তাঁর যোগ্য সম্মানের জন্য অপেক্ষা করেছিলেন ঠিক ততগুলো প্রদীপ জ্বালিয়ে পুজো দেওয়া হবে'।
অভিনেত্রী আরও লেখেন, 'আজ সেই মনস্কামনা পূরণ হয়েছে তাই ১৪১ টি প্রদীপ জ্বালিয়ে পুজো দেওয়া হল'।
২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে 'বিনোদিনী'।