Binodini: বিনোদিনীর চরিত্রে অভিনয় করে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিলেন রুক্মিনী। কেউ কেউ তাঁর প্রশংসা করলেও অনেক সমালোচনাও কুড়িয়েছেন অভিনেত্রী। এবার ১৫তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে চলেছেন রুক্মিণী মৈত্র।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিনোদিনীই বদলে দিল জীবন? সুখবর শোনালেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র।
বিনোদিনীর চরিত্রে অভিনয় করে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিলেন রুক্মিনী। কেউ কেউ তাঁর প্রশংসা করলেও অনেক সমালোচনাও কুড়িয়েছেন অভিনেত্রী।
এবার ১৫তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে চলেছেন রুক্মিণী মৈত্র।
রুক্মিনী সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে তাঁর এই প্রাপ্তির কথা জানান।
অভিনেত্রী লেখেন, 'আজ সকালে ঘুম থেকে উঠেই এই অবাস্তব খবরটা শুনলাম। বিনোদিনী - একটি নটীর উপাখ্যানের জন্য ১৫তম দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত'!
রুক্মিনী আরও লেখেন, 'এই মুহূর্তে আমি কতটা অভিভূত তা ভাষায় প্রকাশ করতে পারছি না। শুধু রক্ত, ঘাম, কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দলগত কাজই ফলপ্রসূ হয় তা দেখানোর জন্যই আমি যাচ্ছি।'
'আমার পরিচালকের প্রতি চিরকৃতজ্ঞ। আমার প্রতি তার বিশ্বাস এবং বিনোদিনীকে অমর করে তোলার জন্য তিনি যেভাবে আমার সঙ্গে হাঁটার সাহস করেছিলেন তার জন্য! এই এবং প্রতিটি ছবি সর্বদা বিনোদিনীর প্রতি নিবেদিত', লেখেন রুক্মিনী।
অভিনেত্রীর এই প্রাপ্তির খবরটি এদিন ঘোষণা করে 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' ছবির প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স'।
তাদের তরফে লেখা হয়, 'রুক্মিণী মৈত্রকে শুভেচ্ছা, ১৫তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি, বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবির জন্য। তোমার শক্তিশালী অভিনয় এখনও মানুষকে অনুপ্রেরণা জোগাচ্ছে।"
অভিনেত্রীর এই প্রাপ্তির খবরটি এদিন ঘোষণা করে 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' ছবির প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স'।
প্রযোজনা সংস্থার তরফে লেখা হয়, 'রুক্মিণী মৈত্রকে শুভেচ্ছা, ১৫তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি, বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবির জন্য। তোমার শক্তিশালী অভিনয় এখনও মানুষকে অনুপ্রেরণা জোগাচ্ছে।"
সবমিলিয়ে জাতীয় স্তরে বাঙালি অভিনেত্রীর এই সম্মানে খুশি টলিউড।