PHOTOS

Rupee Hits All Time Low: আর কত নামবে দাম? এখনই পতনের সব রেকর্ড ভেঙে ফেলেছে টাকা! মুদ্রার রক্তরক্ষণে আতঙ্কে সকলে...

Rupee Hits All Time Low: সোমবার বাজার খোলার পর টাকার দর দাঁড়িয়েছে ৮৬.৩৯-তে! কেন সব রেকর্ড ভেঙে ফেলেছে টাকার দর? নামতে নামতে আর কত দূর? কেন তার এই দুঃসহ পতন?

Advertisement
1/6
তলানিতে টাকা!
তলানিতে টাকা!

অতীতের সব রেকর্ড ভেঙে ক্রমশ আরও তলানিতে টাকা। সপ্তাহের প্রথম দিনে ০.৪ শতাংশ পতনের সঙ্গে ডলারের তুলনায় রুপির দাম দাঁড়াল ৮৬.৩৯। যে ব্যাপারটিকে বিরাট ধাক্কা বলেই মনে করছেন অর্থনীতিবিদেরা।

2/6
ট্রাম্পের জন্য?
ট্রাম্পের জন্য?

কিন্তু কেন সব রেকর্ড ভেঙে ফেলেছে টাকার দর? কেন তার এই পতন? মনে করা হচ্ছে, মূলত ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরা ও মার্কিন আর্থিক নীতির জেরেই ভারতীয় টাকার এই পতন বলে মনে করা হচ্ছে!

3/6
ডলার ঊর্ধ্বমুখী
ডলার ঊর্ধ্বমুখী

আসলে ট্রাম্পের জয়ের ফলে মার্কিন নীতিতে বহু পরিবর্তন আসতে চলেছে। আমেরিকায় চাকরির ক্ষেত্র আশাতীতভাবে বেড়েছে। পূর্বাভাস ছিল মার্কিন মুলুকে ১ লক্ষ ৬০ হাজার নতুন চাকরি হতে পারে। সেখানে গত অক্টোবর মাসেই সেখানে ২ লক্ষ ৫৬ হাজার নতুন চাকরি যোগ হয়েছে। এই কর্মসংস্থানের পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেও উঠে পড়ে লেগেছে আমেরিকা।

4/6
আমদানি-খরচ
আমদানি-খরচ

ডলারের সাপেক্ষে ভারতীয় টাকার এই খারাপ পারফরম্যান্সের ফলে ভারতীয় অর্থনীতিতে আমদানি-খরচ বাড়তে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের।

5/6
মুদ্রাস্ফীতি
মুদ্রাস্ফীতি

মুদ্রাস্ফীতির উপর চাপও বাড়তে পারে বলে মত অর্থনীতিবিদদের। তেমনটা ঘটলে এর সরাসরি প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতে।

6/6
ভিসা-নীতি
ভিসা-নীতি

অর্থনীতিবিদদের আশঙ্কার শেষ নেই। ট্রাম্প ক্ষমতায় আসার পরে বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত ভিসায় কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। যেসব ভারতীয় আমেরিকায় চাকরি করেন তাঁদের উপর এর বড় রকম প্রভাব পড়বে। ভারতে বৈদেশিক মুদ্রার একটা বড় অংশ আসে বিদেশে চাকরিরত ভারতীয়দের থেকে। ফলে এই ভিসা নীতি লাগু হলে টাকার দাম আরও তলানিতে নামবে। তখন পরিস্থিতি আরও খারাপ হবে! 





Read More