PHOTOS

Rupsa-Sayan: বিয়ের এক মাস পেরোতেই সুখবর! মা হতে চলেছেন রূপসা, অভিনেত্রী জানালেন...

Rupsa Chatterjee Pregnant: শিশু দিবসের দিন সুখবর দিলেন রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ ঘোষ। বাবা-মা হতে চলেছেন তাঁরা। জীবনে আসতে চলেছে জুনিয়র। বিয়ের একমাসের মধ্যেই সুখবর দিলেন তাঁরা। 

Advertisement
1/7
সন্তানসম্ভনা রূপসা
সন্তানসম্ভনা রূপসা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের এক মাসের মধ্যেই খুশির খবর শোনালেন রূপসা-সায়নদীপ। দীর্ঘদিনের প্রেমিক সায়নদীপের সঙ্গে৪ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রূপসা। আর এবার পরিবারে আসছে নতুন সদস্য। কোল আলো করে আসছে সন্তান। 

2/7
সন্তানসম্ভনা রূপসা
সন্তানসম্ভনা রূপসা

মা হচ্ছেন ছোটপর্দা ও ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ, অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ১ বছর আগে আইনি বিয়ে সেরেছিলেন রূপসা ও সায়নদীপ সরকার। এরপরে, গত অক্টোবরেই সামাজিক বিয়ে করেছিলেন রূপসারা।

3/7
সন্তানসম্ভনা রূপসা
সন্তানসম্ভনা রূপসা

এদিন রূপসা-সায়নদীপ নিজেরাই এখবর জানান। সামনে টেবিলের উপর রাখা গোলাপী- নীল রঙা বেলুন, জুতো, ছোট বাচ্চার নানা সামগ্রী। মম-টু-বি-এর হাতে ধরা বেবি থিমের কেক। হবু মা- বাবা বিশেষভাবে উদযাপন করছেন এই দিন। 

4/7
সন্তানসম্ভনা রূপসা
সন্তানসম্ভনা রূপসা

সোশ্যাল মিডিয়ায় তারা লেখেন, 'আশা করছি, এরপর থেকে প্রতিটা শিশু দিবস আমাদের একদম অন্যরকম কাটবে। ভীষণ আনন্দের হবে এই দিনটা। কারণ, জুনিয়র আমাদের জীবনে আসতে চলেছে। আপনাদের আশীর্বাদ এবং ভালবাসা দেবেন। আমরা সারাজীবনের জন্য রূপসায়নের বন্ধনে বেঁধে গিয়েছি।' 

5/7
সন্তানসম্ভনা রূপসা
সন্তানসম্ভনা রূপসা

সম্পর্কের শুরু থেকেই কোনও রাখঢাক ছিল না তাঁদের। আগের বছর ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ের পর থেকেই একসঙ্গে সংসার করছেন তাঁরা। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ের দু’বছর পালন করবেন তাঁরা। 

6/7
সন্তানসম্ভনা রূপসা
সন্তানসম্ভনা রূপসা

বিনোদন নয়, কর্পোরেট দুনিয়ার সঙ্গে যুক্ত রূপসার বর। সালকিয়াতে নতুন ফ্ল্যাট কিনেছেন সায়ন। সে নতুন বাড়িতেই নিজেদের সংসার পেতেছেন জুটি। তবে এই খবরে বিদ্রূপও পিছু ছাড়েনি তাদের। 

7/7
সন্তানসম্ভনা রূপসা
সন্তানসম্ভনা রূপসা




Read More