Russia Ukraine War: ইউক্রেনের এই হামলাকে বলা হচ্ছে 'মডার্ন পার্ল হারবার' হামলা। রাশিয়ার তরফে পরমাণু হামলার আশঙ্কা ঘনিয়ে উঠেছে।
রাশিয়ার ৫টি এয়ারবেসকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রাশিয়ার ৪১টি পারমাণবিক বোমারু বিমান ও যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেনে। ইউক্রেনের এই হামলাকে বলা হচ্ছে 'মডার্ন পার্ল হারবার' হামলা। তুলনা করা হচ্ছে 'ট্রোজান হর্স' যুদ্ধের সঙ্গেও।
ইউক্রেনের এই হামলার পরই রাশিয়ার তরফে পরমাণু হামলার আশঙ্কাও ঘনিয়ে উঠেছে। বিশ্ব কূটনীতিবিদরা এখন প্রমাদ গুনছেন , রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিয়ে! কারণ এই হামলার পর নিশর্তে সংঘর্ষবিরতির প্রস্তাব খারিজ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এখন রাশিয়ার হাতে আছে ভয়ংকর ভয়ংকর অস্ত্র! রয়েছে অ্যাভানগার্ড ক্ষেপণাস্ত্র, পোসেইডন, সারমাট হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্র। যা রাশিয়া ব্যবহার করতে পারে ইউক্রেনের বিরুদ্ধে!
বিশ্বের সবচেয়ে বিখ্যাত, দ্রুততম ও পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই অ্যাভানগার্ড ক্ষেপণাস্ত্র। পোসেইডনও হচ্ছে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম স্বয়ংক্রিয় মানবহীন সাবমেরিন।
সারমাট হচ্ছে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। আর 9M730 বুরেভেস্টনিক মিসাইল হচ্ছে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র।
স্বাভাবিকভাবেই ইউক্রেনের এই হামলার পর রাশিয়ার তরফে পরমাণু হামলারও আশঙ্কা করছেন বিশ্ব কূটনীতিবিদরা। আর সেটা হলে যে ধ্বংসাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে, তা বলাই বাহুল্য।