Russia Ukraine War: জাপানের পার্ল হারবার আক্রমণ বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রুশ মাটিতে ইউক্রেনের 'অপারেশন স্পাইডার্স ওয়েব'! আর তাতেই চমকে উঠেছে সারা বিশ্ব। রাশিয়ার অভ্যন্তরে সীমান্ত থেকে প্রায় ৪,০০০ কিলোমিটারেরও বেশি দূরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার ৫টি এয়ারবেসকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রাশিয়ার ৪১টি পারমাণবিক বোমারু বিমান ও যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেনে।
খ্রিস্টপূর্ব দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দীতে আনাতোলিয়ার (বর্তমানে তুরস্ক) ট্রয় শহরের সঙ্গে গ্রীকদের কিংবদন্তি 'ট্রোজান' যুদ্ধ হয়েছিল। যেখানে শত্রুপক্ষকে পঙ্গু বানাতে একইরকম প্রতারণামূলক আক্রমণ করা হয়েছিল। 'ট্রোজান' যুদ্ধের সময়, গ্রীকরা ১০ বছর ধরে অবরোধের পর শহরে প্রবেশ করতে প্রতারণার আশ্রয় নেয়।
ইউক্রেনের এই ড্রোন হামলাকে কোড নেমে রাশিয়ায় 'মর্ডান পার্ল হারবার' হামলাও বলা হচ্ছে। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর আমেরিকার সবচেয়ে বড় নৌসেনা বন্দর পার্ল হারবারে জাপান আকস্মিক আক্রমণ করে। আমেরিকার সমস্ত বড় যুদ্ধজাহাজ, সাবমেরিন ছিল পার্ল হারবারে। ৭ ডিসেম্বর সকালে অনেকগুলি জাপানি বিমান একসঙ্গে পার্ল হারবারে বোমাবর্ষণ করতে শুরু করে। আমেরিকার এই আক্রমণ সম্পর্কে কোনও ধারণা ছিল না। জাপান কমপক্ষে ৮টি মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়।
ইউক্রেনের SBU জানিয়েছে প্রায় ১৮ মাস ধরে 'অপারেশন স্পাইডার্স ওয়েব'-এর পরিকল্পনা করা হয়েছিল। ইউক্রেন এখনও পর্যন্ত যে ধরণের আক্রমণ চালিয়েছে তার থেকে এই আক্রমণ সম্পূর্ণ রূপে আলাদা। এতদিন ইউক্রেন, রাশিয়ার সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলিতে আক্রমণ চালিয়েছে। এবার সীমান্ত থেকে ৪,০০০ কিলোমিটার ভিতরে, প্রায় সাইবেরিয়ার কাছেও ড্রোন হামলা করা হয়।
ইউক্রেন এই হামলায় রাশিয়ার TU-95 পারমাণবিক বোমারু বিমান “বিয়ার”, TU-22 ফাস্ট-অ্যাটাক বোমারু বিমান “ব্যাকফায়ার” এবং A-50 কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল জেট “মেইনস্টে” ধ্বংস করেছে। এই বোমারু ও যুদ্ধবিমানগুলি রাশিয়া আর তৈরি করতে পারবে না। এই হামলায় রাশিয়ার ৭ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে দাবি ইউক্রেনের।