PHOTOS

Russia Ukraine War: কোড নেম 'ট্রোজান হর্স' থেকে 'পার্ল হারবার'! কেন 'আসল' পার্ল হারবারে আক্রমণের পরই জাপানে পরমাণু বোমা আমেরিকার? এবারও পুতিনও কি...

Russia Ukraine War: জাপানের পার্ল হারবার আক্রমণ বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত।

Advertisement
1/10
ইউক্রেনের 'অপারেশন স্পাইডার্স ওয়েব'
ইউক্রেনের 'অপারেশন স্পাইডার্স ওয়েব'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রুশ মাটিতে ইউক্রেনের 'অপারেশন স্পাইডার্স ওয়েব'! আর তাতেই চমকে উঠেছে সারা বিশ্ব। রাশিয়ার অভ্যন্তরে সীমান্ত থেকে প্রায় ৪,০০০ কিলোমিটারেরও বেশি দূরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার ৫টি এয়ারবেসকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রাশিয়ার ৪১টি পারমাণবিক বোমারু বিমান ও যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেনে।

 

2/10
'মর্ডান পার্ল হারবার', 'ট্রোজান হর্স'-এর সঙ্গে তুলনা!
'মর্ডান পার্ল হারবার', 'ট্রোজান হর্স'-এর সঙ্গে তুলনা!
ফার্স্ট-পারসন-ভিউ (FPV) এই ড্রোনগুলি একটি কাঠের বাক্সের ভিতর লুকিয়ে রাশিয়ার সামরিক বিমানঘাঁটিগুলির কাছে পার্ক করা ট্রাকের উপর বসানো ছিল। তারপর রিমোট কন্ট্রোলের মাধ্যমে এগুলি অপারেট করা হয়। রাশিয়ার এয়ারবেস ও বোমারু এবং যুদ্ধবিমানের উপর ইউক্রেনের এই হামলাকে বলা হচ্ছে 'মর্ডান পার্ল হারবার'। তুলনা করা হচ্ছে 'ট্রোজান হর্স'-এর সঙ্গেও।
3/10
'ট্রোজান হর্স'
'ট্রোজান হর্স'

খ্রিস্টপূর্ব দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দীতে আনাতোলিয়ার (বর্তমানে তুরস্ক) ট্রয় শহরের সঙ্গে গ্রীকদের কিংবদন্তি 'ট্রোজান' যুদ্ধ হয়েছিল। যেখানে শত্রুপক্ষকে পঙ্গু বানাতে একইরকম প্রতারণামূলক আক্রমণ করা হয়েছিল। 'ট্রোজান' যুদ্ধের সময়, গ্রীকরা ১০ বছর ধরে অবরোধের পর শহরে প্রবেশ করতে প্রতারণার আশ্রয় নেয়। 

 

4/10
'ট্রোজান হর্স'
'ট্রোজান হর্স'
একটি বিশাল কাঠের ঘোড়া তৈরি করে। তারপর সেই 'ছদ্মবেশী' সেই ঘোড়াকে উপহার হিসেবে দেখিয়ে যুদ্ধবিরতির ইঙ্গিত দেয়। কিন্তু আসলে কাঠের ঘোড়ার ভিতরে গ্রীক সৈন্যরা লুকিয়ে ছিল। ঘোড়াটিকে ট্রয় শহরের ভিতর আনার পরই ভিতরে লুকিয়ে থাকা সৈন্যরা ট্রয় শহরের দরজা খুলে দেয়। যার ফলে গ্রীক সৈন্যরা শহরে প্রবেশ করে শত্রুপক্ষতে ধ্বংস করতে পারে। 
5/10
'পার্ল হারবার' আক্রমণ
'পার্ল হারবার' আক্রমণ

ইউক্রেনের এই ড্রোন হামলাকে কোড নেমে রাশিয়ায় 'মর্ডান পার্ল হারবার' হামলাও বলা হচ্ছে। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর আমেরিকার সবচেয়ে বড় নৌসেনা বন্দর পার্ল হারবারে জাপান আকস্মিক আক্রমণ করে। আমেরিকার সমস্ত বড় যুদ্ধজাহাজ, সাবমেরিন ছিল পার্ল হারবারে। ৭ ডিসেম্বর সকালে অনেকগুলি জাপানি বিমান একসঙ্গে পার্ল হারবারে বোমাবর্ষণ করতে শুরু করে। আমেরিকার এই আক্রমণ সম্পর্কে কোনও ধারণা ছিল না। জাপান কমপক্ষে ৮টি মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়। 

 

6/10
'পার্ল হারবার' আক্রমণ
'পার্ল হারবার' আক্রমণ
সেইসঙ্গে ৩টি ক্রুজার, ৩টি ডেস্ট্রয়ার এবং ১৮৮টি বিমান ধ্বংস করে। মোট ২৪০০ জনেরও বেশি মার্কিন সেনা মারা যায়। এরপরই আমেরিকা জাপানকে ধ্বংস করার শপথ নেয়। পার্ল হারবার আক্রমণের পরই আমেরিকা সরাসরি জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সেইসঙ্গে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এরপরই জাপানকে আত্মসমর্পণ করাতে হিরোশিমা-নাগাসাকিতে আমেরিকার পরমাণু বোমা নিক্ষেপ। তাই পার্ল হারবার আক্রমণ বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত।
7/10
ইউক্রেনের এই আক্রমণ কেন 'মর্ডান পার্ল হারবার'?
ইউক্রেনের এই আক্রমণ কেন 'মর্ডান পার্ল হারবার'?

ইউক্রেনের SBU জানিয়েছে প্রায় ১৮ মাস ধরে 'অপারেশন স্পাইডার্স ওয়েব'-এর পরিকল্পনা করা হয়েছিল। ইউক্রেন এখনও পর্যন্ত যে ধরণের আক্রমণ চালিয়েছে তার থেকে এই আক্রমণ সম্পূর্ণ রূপে আলাদা। এতদিন ইউক্রেন, রাশিয়ার সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলিতে আক্রমণ চালিয়েছে। এবার সীমান্ত থেকে ৪,০০০ কিলোমিটার ভিতরে, প্রায় সাইবেরিয়ার কাছেও ড্রোন হামলা করা হয়।

8/10
ইউক্রেনের এই আক্রমণ কেন 'মর্ডান পার্ল হারবার'?
ইউক্রেনের এই আক্রমণ কেন 'মর্ডান পার্ল হারবার'?

ইউক্রেন এই হামলায় রাশিয়ার TU-95 পারমাণবিক বোমারু বিমান “বিয়ার”, TU-22 ফাস্ট-অ্যাটাক বোমারু বিমান “ব্যাকফায়ার” এবং A-50 কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল জেট “মেইনস্টে” ধ্বংস করেছে। এই বোমারু ও যুদ্ধবিমানগুলি রাশিয়া আর তৈরি করতে পারবে না। এই হামলায় রাশিয়ার ৭ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে দাবি ইউক্রেনের। 

9/10
ইউক্রেনকে কোন পথে পুতিনের জবাব?
ইউক্রেনকে কোন পথে পুতিনের জবাব?
আর তাই ইউক্রেনের এই হামলার পরই রাশিয়ার তরফে পরমাণু হামলার আশঙ্কা ঘনিয়ে উঠেছে। ইতমধ্যে এই হামলার পর কার্যত ভেস্তে গিয়েছে ২ জুনের ইস্তানবুলে শান্তি আলোচনা বৈঠক। নিশর্তে সংঘর্ষবিরতির প্রস্তাব খারিজ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 
10/10
তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা!
তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা!
তাই বিশ্ব কূটনীতিবিদরা এখন প্রমাদ গুনছেন , রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিয়ে! পার্ল হারবার হামলার জবাবে আমেরিকা যে পথে হেঁটেছিল, পুতিনও কি তাই করবেন? প্রশ্ন এখন সেটাই...




Read More