PHOTOS

Russia Ukraine War: ৪০ বোমারু বিমান চুরি রাশিয়ার! ইউক্রেন যুদ্ধের মধ্যেই সামনে এল সেই ভয়ংকর সত্যি...

Russia Ukraine War: এরপরই ঘটে দ্য গ্রেট সোয়াপ! বা এককথায় বলা যায় চুরি!

Advertisement
1/9
রাশিয়ার দ্য গ্রেট সোয়াপ!
রাশিয়ার দ্য গ্রেট সোয়াপ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রুশ মাটিতে ইউক্রেনের অপারেশন 'স্পাইডার ওয়েব'! রাশিয়ার অভ্যন্তরে সীমান্ত থেকে প্রায় ৪,০০০ কিলোমিটারেরও বেশি ভিতরে ঢুকে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। 

2/9
রাশিয়ার দ্য গ্রেট সোয়াপ!
রাশিয়ার দ্য গ্রেট সোয়াপ!

রাশিয়ার ৫টি এয়ারবেসকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রাশিয়ার ৪১টি পারমাণবিক বোমারু বিমান ও যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেনে। ইউক্রেন এই হামলায় রাশিয়ার TU-95 পারমাণবিক বোমারু বিমান “বিয়ার”, TU-22 ফাস্ট-অ্যাটাক বোমারু বিমান “ব্যাকফায়ার” এবং A-50 কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল জেট “মেইনস্টে” ধ্বংস করেছে। 

3/9
রাশিয়ার দ্য গ্রেট সোয়াপ!
রাশিয়ার দ্য গ্রেট সোয়াপ!

যে বোমারু বিমানগুলির অনেকগুলিই ১৯৯০-এর দশকের গোড়ার দিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর কাজাখস্তান থেকে 'চুরি' করেছিল রাশিয়া। আন্তর্জাতিক মহলে অভিযোগ, রাশিয়া প্রায় ৪০টি বোমারু বিমান কাজাখস্থান থেকে চুরি করে! 

4/9
রাশিয়ার দ্য গ্রেট সোয়াপ!
রাশিয়ার দ্য গ্রেট সোয়াপ!

১৯৯১ সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, তখন সোভিয়েত ইউনিয়নের বিশাল সামরিক অস্ত্রাগার নতুন স্বাধীন রাষ্ট্রগুলিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কাজাখস্তান সেইসময় উত্তরাধিকার সূত্রে বিশ্বের বৃহত্তম Tu-95MS বোমারু বিমানের বহর লাভ করে। 

5/9
রাশিয়ার দ্য গ্রেট সোয়াপ!
রাশিয়ার দ্য গ্রেট সোয়াপ!

যারমধ্যে মোট ৪০টি তথা ২৭টি MS-16 ও ১৩টি MS-6 ছিল। আর উলটোদিকে রাশিয়ার নিজস্ব Tu-95MS বিমানের বহরটি ছিল ছোট। মাত্র 22 থেকে 27টি বিমান ছিল। আর রাশিয়া এই Tu-95MS তৈরি করতে বা প্রতিস্থাপন করতেও পারত না। 

6/9
রাশিয়ার দ্য গ্রেট সোয়াপ!
রাশিয়ার দ্য গ্রেট সোয়াপ!

এরপরই ঘটে দ্য গ্রেট সোয়াপ! বা এককথায় বলা যায় চুরি! কাজাখস্তানের অভিজ্ঞতার অভাব এবং সোভিয়েত আমলের দীর্ঘস্থায়ী সামরিক সহযোগিতাকে কাজে লাগিয়ে রাশিয়া নীরবে কাজাখস্তানের হাত থেকে ওই Tu-95MS বিমানগুলি পুনরুদ্ধার করে, কোনওরকম সরকারি অনুমতি ছাড়াই।

7/9
রাশিয়ার দ্য গ্রেট সোয়াপ!
রাশিয়ার দ্য গ্রেট সোয়াপ!

জানা যায়, ১৯৯২ সালের গোড়ার দিকে রাশিয়া এবং কাজাখস্তান বোমারু বিমানের যৌথ মহড়া চালিয়ে যায়। সেই সুযোগকেই কাজে লাগায় রাশিয়া। সেইসময় কাজাখস্তান থেকে রাশিয়ার ইউক্রেইঙ্কা ঘাঁটিতে উড়ে আসা Tu-95MS বোমারু বিমানগুলি আর ফেরত পাঠায়নি রাশিয়া। 

8/9
রাশিয়ার দ্য গ্রেট সোয়াপ!
রাশিয়ার দ্য গ্রেট সোয়াপ!

পরিবর্তে রাশিয়া পুরনো Tu-95K মডেলগুলি ফেরত পাঠিয়েছে বলে অভিযোগ। আবার একাংশের দাবি, রাশিয়া কিছু-ই পাঠায়নি!এছাড়াও সোভিয়েত-পরবর্তী যুগে রাশিয়া ইউক্রেনকেও বাধ্য করে তার বোমারু বিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হস্তান্তরে। 

9/9
রাশিয়ার দ্য গ্রেট সোয়াপ!
রাশিয়ার দ্য গ্রেট সোয়াপ!
১৯৯৯ সালে ইউক্রেন ইউক্রেন তার গ্যাস ঋণ পরিশোধের জন্য মস্কোতে একটি চুক্তি করে। যার ফলে ইউক্রেন তার উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বোমারু বিমানের একটি অংশ ও এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছে বিক্রি করতে বাধ্য হয়। 




Read More