Russia Ukraine War: ১ জুনকে রাশিয়ার উপর আক্রমণের জন্য ইউক্রেনের বেছে নেওয়ার পিছনে আছে ২৯ বছরের পুরনো যন্ত্রণা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রুশ মাটিতে ইউক্রেনের অপারেশন 'স্পাইডার ওয়েব'! রাশিয়ার অভ্যন্তরে সীমান্ত থেকে প্রায় ৪,০০০ কিলোমিটারেরও বেশি ভিতরে ঢুকে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
রাশিয়ার ৫টি এয়ারবেসকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রাশিয়ার ৪১টি পারমাণবিক বোমারু বিমান ও যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেনে। ১ জুন এই হামলা চালানো হয়।
এখন ১ জুনকে রাশিয়ার উপর আক্রমণের জন্য ইউক্রেনের বেছে নেওয়ার পিছনেও আছে ২৯ বছরের পুরনো যন্ত্রণা! আসলে ২৯ বছর আগে ১৯৯৬-এর ১ জুন, ইউক্রেন রাশিয়ার কাছে তার শেষ পারমাণবিক অস্ত্র হস্তান্তর করে।
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT-এর আওতায় ও বুদাপেস্ট স্মারকের অধীনে ইউক্রেন এই পদক্ষেপ নেয়। আর তারপরই ইউক্রেন হয়ে ওঠে পারমাণবিক মুক্ত একটি দেশ।
১৯৯৪ সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং রাশিয়া একটি চুক্তি স্বাক্ষর করে যার অধীনে ইউক্রেন বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্র ত্যাগ করে। বিনিময়ে ইউক্রেনে নিরাপত্তার প্রতিশ্রুতি পায় ও ইউক্রেনের সার্বভৌমত্ব এবং সীমান্তকে সম্মান করার প্রতিশ্রুতি পায়।
কিন্তু ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে। তারপর ২০২২ সালে যুদ্ধ শুরু করে। অর্থাৎ রাশিয়া সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে যে প্রতিশ্রুতির ভিত্তিতে ইউক্রেন তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করেছিল।
এই পরিস্থিতিতে এক বছরেরও বেশি সময় ধরে, ১৮ মাস ধরে পরিকল্পনা করার পর রাশিয়ায় অপারেশন স্পাইডার ওয়েব চালায় ইউক্রেন। ড্রোনগুলি লুকানো ছিল কাঠের বাক্সে। সেগুলি রাখা ছিল রাশিয়ার সামরিক বিমানঘাঁটিগুলির কাছে পার্ক করা ট্রাকের উপর। তারপর রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেগুলি অপারেট করা হয়।