Russian Plane Crash: আচমকাই এটিসি-র সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে রুশ বিমানটি। গন্তব্যের খুব কাছাকাছি, তখনই এই বিপর্যয়টি ঘটে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঝ-আকাশ থেকে হঠাৎ উধাও হয়ে গেল রুশ যাত্রীবাহী বিমান! বিমানে ছিলেন ৫০ জন। তারমধ্যে ছিল ৫ জন শিশুও।
আংগারা এয়ারলাইনসের বিমানটি আচমকাই এটিসি-র সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। তারপরই আর বিমানটির কোনও খোঁজ পাওয়া যায়নি।
রাশিয়ার সুদূর পূর্ব প্রান্তে ঘটে এই বিমান নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটি। শংকায় প্রমাদ গুনতে শুরু করেন উড়ান বিশেষজ্ঞরা।
রাশিয়ার পূর্ব সীমান্তে অবস্থিত আমুর অঞ্চলে নিখোঁজ বিমানের খোঁজে শুরু হয় বড় মাপের তল্লাশি অভিযান।
সাইবেরিয়ার আংগারা এয়ারলাইনস পরিচালিত An-24 বিমানটির গন্তব্য ছিল চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহর।
সেই টিন্ডার শহরের কাছে পৌঁছানোর সময়ই আচমকা মাঝ-আকাশে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
প্রাথমিক তথ্য অনুসারে, বিমানে ৫০ জনের মধ্যে ৪৩ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ৫ জন শিশু ও ৬ জন ক্রু সদস্য ছিলেন।
শেষ পাওয়া খবর অনুযায়ী আমুর অঞ্চলেই ভেঙে পড়েছে রুশ যাত্রীবাহী বিমানটি। মিলেছে ধ্বংসাবশেষ। যাত্রীরা আর কেউ বেঁচে নেই বলেই আশঙ্কা।