Sabyasachi Chowdhury As Sadhak Bamakhyapa: একাধিক সাক্ষাত্কারে সব্যসাচী বলেছেন, যখনই তিনি সাধক বামাক্ষ্যাপার লাল বসন পরেন, তখনই যেন নিজের মধ্যে একটা শক্তি অনুভব করেন। এবার সেই বসনেই ফিরছেন অভিনেতা। প্রকাশ্যে এল প্রথম লুক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)।
ছোটপর্দায় বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন সব্যসাচী। এবার সেই চরিত্রে বড়পর্দায় পা রাখছেন তিনি।
শুক্রবার প্রকাশ্যে এল এই ছবির ফার্স্টলুক। ছবির পরিচালনায় সায়ন্তন ঘোষাল।
তিনি ভক্তিমূলক চরিত্রেই অভিনয় করতে চান, একথা আগেই জানিয়েছিলেন। এবার সেই রূপেই ফিরবেন বড়পর্দায়।
দীর্ঘ ৭ বছর এই চরিত্রে মেগায় অভিনয় করেছেন সব্যসাচী। তাঁর জনপ্রিয়তাও ছিল বিপুল।
একাধিক সাক্ষাত্কারে সব্যসাচী বলেছেন, যখনই তিনি সাধক বামাক্ষ্যাপার লাল বসন পরেন, তখনই যেন নিজের মধ্যে একটা শক্তি অনুভব করেন।
২০২২ সালে এই ধারাবাহিক শেষ হওয়ার সময় সেই লাল বসন ও ত্রিশূল সঙ্গে করে নিয়ে এসেছিলেন সব্যসাচী। এবার সেই বসনেই ফিরছেন অভিনেতা।
বামাক্ষ্যাপার পর রামপ্রসাদের চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে দর্শকের মনে তিনি রয়ে গিয়েছেন বামদেবের চরিত্রেই।
শুক্রবার প্রযোজনা সংস্থা এসভিএফ-এর 'গল্পের পার্বণ ১৪৩২' অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে এই খবর ঘোষণা করা হয়।
এদিন পাঞ্জাবী ও শালে একেবারে সাবেকি পোশাকে মঞ্চে দেখা মিলল সব্যসাচীর।