PHOTOS

Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' হয়েই এবার বড় পর্দায় সব্যসাচী, প্রকাশ্যে ফার্স্টলুক...

Sabyasachi Chowdhury As Sadhak Bamakhyapa: একাধিক সাক্ষাত্‍কারে সব্যসাচী বলেছেন, যখনই তিনি সাধক বামাক্ষ্যাপার লাল বসন পরেন, তখনই যেন নিজের মধ্যে একটা শক্তি অনুভব করেন। এবার সেই বসনেই ফিরছেন অভিনেতা। প্রকাশ্যে এল প্রথম লুক। 

Advertisement
1/10
সাধক বামাক্ষ্যাপা
সাধক বামাক্ষ্যাপা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। 

 

2/10
সাধক বামাক্ষ্যাপা
সাধক বামাক্ষ্যাপা

ছোটপর্দায় বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন সব্যসাচী। এবার সেই চরিত্রে বড়পর্দায় পা রাখছেন তিনি। 

 

3/10
সাধক বামাক্ষ্যাপা
সাধক বামাক্ষ্যাপা

শুক্রবার প্রকাশ্যে এল এই ছবির ফার্স্টলুক। ছবির পরিচালনায় সায়ন্তন ঘোষাল। 

 

4/10
সাধক বামাক্ষ্যাপা
সাধক বামাক্ষ্যাপা

তিনি ভক্তিমূলক চরিত্রেই অভিনয় করতে চান, একথা আগেই জানিয়েছিলেন। এবার সেই রূপেই ফিরবেন বড়পর্দায়। 

 

5/10
সাধক বামাক্ষ্যাপা
সাধক বামাক্ষ্যাপা

দীর্ঘ ৭ বছর এই চরিত্রে মেগায় অভিনয় করেছেন সব্যসাচী। তাঁর জনপ্রিয়তাও ছিল বিপুল। 

 

6/10
সাধক বামাক্ষ্যাপা
সাধক বামাক্ষ্যাপা

একাধিক সাক্ষাত্‍কারে সব্যসাচী বলেছেন, যখনই তিনি সাধক বামাক্ষ্যাপার লাল বসন পরেন, তখনই যেন নিজের মধ্যে একটা শক্তি অনুভব করেন। 

 

7/10
সাধক বামাক্ষ্যাপা
সাধক বামাক্ষ্যাপা

২০২২ সালে এই ধারাবাহিক শেষ হওয়ার সময় সেই লাল বসন ও ত্রিশূল সঙ্গে করে নিয়ে এসেছিলেন সব্যসাচী। এবার সেই বসনেই ফিরছেন অভিনেতা। 

 

8/10
সাধক বামাক্ষ্যাপা
সাধক বামাক্ষ্যাপা

বামাক্ষ্যাপার পর রামপ্রসাদের চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে দর্শকের মনে তিনি রয়ে গিয়েছেন বামদেবের চরিত্রেই। 

 

9/10
সাধক বামাক্ষ্যাপা
সাধক বামাক্ষ্যাপা

শুক্রবার প্রযোজনা সংস্থা এসভিএফ-এর 'গল্পের পার্বণ ১৪৩২' অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে এই খবর ঘোষণা করা হয়। 

 

10/10
সাধক বামাক্ষ্যাপা
সাধক বামাক্ষ্যাপা

এদিন পাঞ্জাবী ও শালে একেবারে সাবেকি পোশাকে মঞ্চে দেখা মিলল সব্যসাচীর। 





Read More