Sai Pallavi Remuneration Hike: মুক্তির অপেক্ষায় সাই পল্লবীর ছবি থানডেল। নাগা চৈতন্যের পাশাপাশি সেই ছবিতে বিশেষ অতিথি হিসাবে আছেন আমির খান। সেই ছবির প্রচারে দেখা গেল না সাই পল্লবীকে। শোনা যায় খুবই অসুস্থ অভিনেত্রী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আচমকাই অসুস্থ হয়েছে পড়েছেন সাই পল্লবী।
কী এমন হল নায়িকার যে নিজের ছবির প্রচারেই আসতে পারলেন না।
মুক্তির অপেক্ষায় সাই পল্লবীর ছবি থানডেল। নাগা চৈতন্যের পাশাপাশি সেই ছবিতে বিশেষ অতিথি হিসাবে আছেন আমির খান।
ছবির প্রচারের একটি অনুষ্ঠান ছিল মুম্বইয়ে। সেখানে আসেননি পল্লবী।
শোনা যাচ্ছে এই ছবির জন্য নিজের পারিশ্রমিক ৩ থেকে বাড়িয়ে ৫ কোটি করেছেন সাই পল্লবী।
পরিচালক জানান যে এই ছবির জন্য বেশ কয়েকটি শহরে প্রচারে ঘুরছিলেন সাই পল্লবী।
সেই প্রচার চলাকালীনই প্রবল জ্বরে আক্রান্ত হন অভিনেত্রী।
শরীর এতটাই খারাপ যে সাই পল্লবীকে কয়েকদিন বেড রেস্ট নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্সক।