Saif Ali Khan property: কী নেই! সইফ আলি খানের সেই ১৫ রহাজার কোটি টাকার সম্পত্তির মধ্যে! জানলে চোখ কপালে উঠে যাবে!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময়টা মোটেই ভালো যাচ্ছে না সইফ আলি খানের। এবার পটৌডি পরিবারের সম্পত্তি নিয়েই উঠল প্রশ্নচিহ্ন।
রাজ্যে পটৌডি পরিবারের সম্পত্তিকে 'শত্রুর সম্পত্তি' বলে দেগে নোটিস জারি করেছিল মধ্যপ্রদেশ সরকার। সরকারি সেই বিজ্ঞপ্তির বিরুদ্ধে মধ্যপ্রদেশ হাইকোর্টে পিটিশন দাখিল করেন সইফ আলি খান।
মধ্যপ্রদেশ হাইকোর্ট বলিউড তারকার সেই আবেদন খারিজ করে দিয়েছে। যারফলে সইফ আলি খানের ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি চলে আসতে পারে সরকারি নিয়ন্ত্রণে।
যারমধ্যে রয়েছে ফ্ল্যাগ স্টাফ হাউজ, নূর-উস-সাবাহ প্যালেস, দার-উস-সালাম, হাবিবির বাংলো, আমেদাবাদ প্যালেস, কোহেফিজা প্রপার্টি ও আরও অন্যান্য সম্পত্তি।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই আততায়ীর হাতে ছুরি হামলায় গুরুতর জখম হন সইফ। ৬ দিন হাসপাতালে থাকার পর সবে ছাড়া পেয়েছেন তিনি।
ওদিকে হামলাকারীকেও গ্রেফতার করেছে পুলিস। জানা তিনি অভিযুক্ত আদতে বাংলাদেশের বাসিন্দা। বাংলাদেশে তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে।