‘Saif attacker’ tag: দুর্গ স্টেশনের আরপিএএফ আকাশ কানোজিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ভুল হয়েছে বুঝতে পেরে ছেড়েও দেয়। কিন্তু ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে। খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র এবং বিয়ে ভেঙে দিয়েছে পাত্রীপক্ষ। চলে গিয়েছে চাকরিও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সইফ কাণ্ডে ভুল গ্রেফতারিতে জীবন থমকে গিয়েছে কোলাবার আকাশ কানোজিয়ার। কথায় আছে- 'পুলিসে ছুঁলে আঠারো ঘা।' সেই কথাই অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে আকাশের জীবনে।
মুম্বই পুলিসের ভুলে গিয়েছে চাকরি, ভেঙে গিয়েছে বিয়ে। ১৮ জানুয়ারি মুম্বই পুলিসের তথ্যের ভিত্তিতে আকাশ কানোজিয়া নামে এক যুবককে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করে রেল পুলিস।
ভুল করে তাঁকে গ্রেফতার পরে অবশ্য ছেড়েও দেওয়া হয়। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। গোটা দেশ তখন চিনে ফেলেছে তাঁকে। ১৭ জানুয়ারি ট্রেনে চড়ে তিনি যাচ্ছিলেন হবু শ্বশুরবাড়িই।
গ্রেফতারির কারণে সমাজে বিরাট বদনাম হয়েছে তাঁর। যে সংস্থায় চাকরি করতেন সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাঁকে। আকাশের অভিযোগ, 'পুলিস আমাকে শুধু আটকই করেনি। আমার ছবি দিয়ে সংবাদমাধ্যমের কাছে বিবৃতিও দিয়েছিল। তার ফলে আমার চাকরি গিয়েছে। ভেঙে গিয়েছে বিয়ের সম্বন্ধও।'
আকাশের দাবি, 'পুলিসের হাত থেকে ছাড়া পাওয়ার পর আমি আমার কাজের জায়গায় ফোন করি। তবে তাঁরা স্পষ্টভাবে জানিয়ে দেয় আমাকে কাজে নেওয়া হবে না। আমার ঠাকুমা আমায় জানায়, যার সঙ্গে আমার বিয়ের কথা চলছিল সেই পরিবার তাঁদের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে রাজি নয়।'