PHOTOS

Salary Hike: পুজোর আগেই সুখবর! অকল্পনীয় বেতনবৃদ্ধি সরকারি কর্মচারীদের...

Recommendations of Seventh Pay Commission: সোমবার রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী স্বয়ং বেতনবৃদ্ধির এই কথা ঘোষণা করেন। আগামী ১ অগস্ট থেকেই এই বর্ধিত বেতন পাবেন সরকারি কর্মীরা। আনন্দে উল্লসিত কর্মীরা। ধর্মঘটে যাওয়ার আর কোনও প্রশ্নই ওঠে না!

Advertisement
1/6
৫৮.৫ শতাংশ বৃদ্ধি
৫৮.৫ শতাংশ বৃদ্ধি

এই ঘোষণা কর্নাটক সরকারের। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অফিসের তরফে জানানো হয়েছে, নতুন বর্ধিত বেতন ও পেনশনে ৩১ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালোয়েন্স এবং ২৭.৫ শতাংশ ফিটমেন্ট যোগ করা হচ্ছে। এতে সরকারি কর্মীদের বেসিক বেতন ও পেনশনে ৫৮.৫ শতাংশ বৃদ্ধি ঘটবে। পাশাপাশি হাউস রেন্ট অ্যালোয়েন্স বা এইচআরএ-ও ৩২ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে।

2/6
২ লক্ষ ৪১ হাজার ২০০ টাকা!
২ লক্ষ ৪১ হাজার ২০০ টাকা!

এর ফলে সরকারি কর্মীদের বেতন যা দাঁড়াবে। যাঁদের বেসিক ১৭ হাজার টাকা, ১ অগস্ট থেকে তা বেড়ে হবে ২৭ হাজার টাকা। যাঁদের বেতন ১ লক্ষ ৫০ হাজার ৬০০ টাকা, তাদের বেতন বেড়ে দাঁড়াচ্ছে ২ লক্ষ ৪১ হাজার ২০০ টাকা!

3/6
পেনশনেও বৃদ্ধি
পেনশনেও বৃদ্ধি

সরকারি কর্মীদের সর্বনিম্ন পেনশনও ৮৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৩ হাজার ৫০০ টাকা করা হচ্ছে। সর্বাধিক পেনশন ৭৫ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ১ লক্ষ ২০ হাজার ৬০০ টাকা!

4/6
শিক্ষাক্ষেত্রেও
শিক্ষাক্ষেত্রেও

সরকারি বিশ্ববিদ্যালয়গুলির নন-টিচিং স্টাফ এবং গভর্নমেন্ট-এইডেড শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মীরাও এই বর্ধিত বেতন পাবেন।

5/6
অতিরিক্ত ২০ হাজার ২০৮ কোটি
অতিরিক্ত ২০ হাজার ২০৮ কোটি

এই বেতন বৃদ্ধির জন্য কর্ণাটক সরকারের প্রতি বছর অতিরিক্ত ২০ হাজার ২০৮ কোটি টাকা খরচ হবে বলেই জানা গিয়েছে।

6/6
ধর্মঘটের আশঙ্কা
ধর্মঘটের আশঙ্কা

কর্ণাটক রাজ্য় সরকারি কর্মচারী অ্যাসোসিয়েশনের তরফে সম্প্রতি হুমকি দিয়ে বলা হয়েছিল, বেতনবৃদ্ধি না হলে, আগামী অগস্ট থেকেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বসবেন তাঁরা।





Read More