PHOTOS

Katrina Kaif: ভিকিকে টেক্কা সলমনের, ক্যাটরিনাকে ৩ কোটির উপহার অভিনেতার

Advertisement
1/9
ক্যাটরিনাকে ভিকির উপহার
ক্যাটরিনাকে ভিকির উপহার

নিজস্ব প্রতিবেদন: সওয়াই মাধেপুরের বারওয়ারা ফোর্টে সম্প্রতি বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়েতে তাঁদের নানারকমের দামি উপহার দিয়েছেন তাঁদের ইন্ডাস্ট্রির বন্ধুরা। কেউ দিয়েছেন গাড়ি, কেউ দিয়েছেন হিরের নেকলেস। ক্যাটরিনাকে বিয়েতে ভিকি উপহার দিয়েছেন নীলা ও হিরেখচিত আংটি। সেই আংটির দাম ১.৩ কোটি টাকা। 

 

2/9
সলমনের উপহার
সলমনের উপহার

ক্যাটরিনাকে বিয়েতে সবচেয়ে দামি উপহার দিয়েছেন সলমন খান। ক্যাটের প্রাক্তন প্রেমিক তাঁকে উপহার দিয়েছেন একটি রেঞ্জ রোভার গাড়ি, যার মূল্য ৩ কোটি টাকা। 

 

3/9
রণবীরের উপহার
রণবীরের উপহার

সলমনের থেকে সামান্য পিছিয়ে ক্যাটের আরেক প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর। তিনি ক্যাটরিনাকে উপহার দিয়েছেন ২.৭ কোটি টাকার হিরের নেকলেস। 

 

4/9
আলিয়ার উপহার
আলিয়ার উপহার

রণবীরের পাশাপাশি আলিয়াও ক্যাটরিনা ও ভিকিকে বিয়েতে উপহার দিয়েছেন লক্ষাধিক টাকার পারফিউম। 

 

5/9
অনুষ্কার উপহার
অনুষ্কার উপহার

ক্যাটরিনা ও ভিকির নতুন প্রতিবেশী অনুষ্কা শর্মা। তিনি ক্যাটরিনাকে উপহার দিয়েছেন ৬.৪ লক্ষ টাকার হিরের কানের দুল। 

 

6/9
শাহরুখের উপহার
শাহরুখের উপহার

উপহারেও শাহরুখ সকলের থেকে আলাদা। তিনি ক্যাটরিনা ও ভিকির নতুন বাড়ি সাজিয়ে তোলার জন্য তাঁদের উপহার দিয়েছেন দেড় লক্ষ টাকার একটি পেন্টিং। 

 

7/9
হৃতিকের উপহার
হৃতিকের উপহার

হৃতিক ক্যাটরিনাকে নয়, বিশেষ উপহার দিয়েছেন ভিকিকে। তিনি ভিকিকে একটি বাইক কিনে দিয়েছেন। বিএমডব্লু এই বাইকের দাম ৩ লক্ষ টাকা। 

 

8/9
তাপসীর উপহার
তাপসীর উপহার

তাপসী তাঁর কাছের বন্ধু ভিকিকে উপহার দিয়েছেন একটি প্ল্যাটিনাম রিস্ট ব্যান্ড, যার মূল্য ১.৪ লক্ষ টাকা। 

 

9/9
ভিকিকে ক্যাটের উপহার
ভিকিকে ক্যাটের উপহার

তবে ভিকিকে সবচেয়ে দামি উপহার দিয়েছেন ক্যাটরিনা। তিনি মুম্বইয়ের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন ভিকির জন্য, যার দাম ১৫ কোটি টাকা।  





Read More