Salman Khan Photo: ইদ মানেই বলিউডে সলমান খানের ছবি। প্রত্যাশা মতোই এই বছর ইদে মুক্তি পেতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি কিসি কা ভাই কিসি কি জান। তার আগেই সোশ্য়াল মিডিয়ায় ঝড় তুললেন মেগাস্টার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিনেমার পর্দায় সলমান খান শার্ট খুললেই হল জুড়ে সিটির ঝড় আর সিনেমা সুপারহিট। দশকের পর দশক এটাই হয়ে উঠেছে রীতি।
বুধবার ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ভাইজান।
শার্টলেস হয়েছেন সলমান আর সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
ছবিতে দেখা যাচ্ছে, সোফায় শরীর এলিয়ে বসে সলমান। ক্যাপশনে নায়ক লেখেন, ছবি দেখে মনে হলেও একটুও আরাম করছি না।
আসলে আরামের ফুরসতও নেই সলমানের। কারণ সামনেই তাঁর অগ্নিপরীক্ষা। বেশ অনেকদিন পরে বড়পর্দায় ফিরছেন তিনি।
২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে সলমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। তার আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন শার্টলেস সলমান।