PHOTOS

Salman Khan: ওয়ার্ল্ড হটেস্ট ম্যান! শার্টলেস ৫৭-র সলমানকে দেখে চক্ষু চড়কগাছ নেটপাড়ার...

Salman Khan Photo: ইদ মানেই বলিউডে সলমান খানের ছবি। প্রত্যাশা মতোই এই বছর ইদে মুক্তি পেতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি কিসি কা ভাই কিসি কি জান। তার আগেই সোশ্য়াল মিডিয়ায় ঝড় তুললেন মেগাস্টার। 

Advertisement
1/6
সলমানে মজে নেটপাড়া
সলমানে মজে নেটপাড়া

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিনেমার পর্দায় সলমান খান শার্ট খুললেই হল জুড়ে সিটির ঝড় আর সিনেমা সুপারহিট। দশকের পর দশক এটাই হয়ে উঠেছে রীতি।

 

2/6
সলমানে মজে নেটপাড়া
সলমানে মজে নেটপাড়া

বুধবার ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ভাইজান।

 

3/6
সলমানে মজে নেটপাড়া
সলমানে মজে নেটপাড়া

শার্টলেস হয়েছেন সলমান আর সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

 

4/6
সলমানে মজে নেটপাড়া
সলমানে মজে নেটপাড়া

ছবিতে দেখা যাচ্ছে, সোফায় শরীর এলিয়ে বসে সলমান। ক্যাপশনে নায়ক লেখেন, ছবি দেখে মনে হলেও একটুও আরাম করছি না।

 

5/6
সলমানে মজে নেটপাড়া
সলমানে মজে নেটপাড়া

আসলে আরামের ফুরসতও নেই সলমানের। কারণ সামনেই তাঁর অগ্নিপরীক্ষা। বেশ অনেকদিন পরে বড়পর্দায় ফিরছেন তিনি।

 

6/6
সলমানে মজে নেটপাড়া
সলমানে মজে নেটপাড়া

২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে সলমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। তার আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন শার্টলেস সলমান।





Read More