PHOTOS

লকডাউনে সলমনের ফার্মহাউসে ছোট্ট দুই সন্তানকে নিয়ে আটকে সলমনের ভগ্নিপতি আয়ুষ

Advertisement
1/12

লডডাউনের ঠিক আগে আগে আহিলের ৪ বছরের জন্মদিন সেলিব্রেট করতেই  সলমনের সঙ্গে ফার্ম হাউসে গিয়েছিলেন অর্পিতা, আয়ুষ। আর ফিরতে পারেননি। সেখানেই আটকে রয়েছেন তাঁরা।

2/12

দাদার ফার্ম হাউসে দুই সন্তানকে নিয়ে সলমনের বোন অর্পিতা খান শর্মা। যদিও সলমন তাঁর ফার্ম হাউসের নামকরণ আদরের বোন অর্পিতার নামেই করেছেন।

3/12

ললডাউনে ভাইপো, ভাগ্না-ভাগ্নী, বোন, ভগ্নিপতিদের নিয়ে ফার্ম হাউসেই রয়েছেন সলমন।

4/12

সলমনের ফার্ম হাউসের বাগানে এভাবেই শুইয়ে রাখা হয়েছে ৪ মাসের আয়াতকে।

5/12

ফার্ম হাউসে ছোট্ট বোন আয়াতের সঙ্গে ৪ বছরের দাদা আহিল।

6/12

ফার্ম হাউসে হাসিখুশি ৪ বছরের ছেলে আহিল শর্মার এই ছবি পোস্ট করেছে সলমনের ভগ্নিপতি আয়ুষ শর্মা লেখেন, ''ছোটরা তিনটি বিষয়ে প্রাপ্ত বয়স্কদের মতো হয়। ১. কোনও কারণ ছাড়াই তারা খুশি থাকে। ২. সব বিষয়ে কৌতুহলী হয়.৩.কোনওকিছুর জন্য ক্লান্তি ছাড়াই লড়াই করতে পারে।''

7/12

ফার্ম হাউসে হাসিখুশি ৪ বছরের ছেলে আহিল শর্মার এই ছবি পোস্ট করেছে সলমনের ভগ্নিপতি আয়ুষ শর্মা লেখেন, ''ছোটরা তিনটি বিষয়ে প্রাপ্ত বয়স্কদের মতো হয়। ১. কোনও কারণ ছাড়াই তারা খুশি থাকে। ২. সব বিষয়ে কৌতুহলী হয়.৩.কোনওকিছুর জন্য ক্লান্তি ছাড়াই লড়াই করতে পারে।''

 

8/12

সলমনের ফার্ম হাউসে ছোট্ট আয়াতকে নিয়ে বোন অর্পিতা খান শর্মা।

9/12

বেগুন গাছ থেকে বেগুন তুলে আহিলের হাতে দিতেও দেখা গিয়েছে সলমনের ভগ্নিপতি আয়ুষ শর্মাকে।

10/12

ছেলে আহিলকে নিয়ে সলমনের পানভেলের ফার্ম হাউসের সবজি ক্ষেতে আয়ুষ শর্মা।

11/12

আদরের ভাগ্নে আহিলকে নিয়ে বাগানে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে সলমন খানকে।

12/12

সলমনকে দেখা গিয়েই ভাগ্নে আহিলকে কামরাঙা পেড়ে দিতে দেখা গিয়েছে। 





Read More