খুশির ঈদে মাতলেন ভাইজান থেকে 'গালি বয়' সকলেই। তাঁরা তাঁদের অনুরাগীদের জানালেন শুভেচ্ছাবার্তা। ঈদের আবহে বলিপাড়ায় বইল খুশির বন্যা...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানা একমাস রমজান পালনের পর ৩১ মার্চ, সোমবার এক ঝাঁক বলিউড তারকারা মেতে উঠলেন ঈদ উল ফিতরের অনুষ্ঠানে। তাঁরা তাঁদের ভক্তদের দিলেন শুভেচ্ছাবার্তা। সাধারণ মানুষের পাশাপাশি ঈদের খুশিতে মেতে উঠলেন ভাইজান (Bhaijaan) থেকে শুরু করে 'গালি বয়' (Gully Boy) সকলেই।
প্রতিবারের ন্যায় এইবারও নিজের ফ্ল্যাটের বুলেটপ্রুফ বারান্দায় এসে ভক্তদের কাছে ঈদের শুভেচ্ছাবার্তা পৌঁছে দিলেন ভাইজান। তাঁকে একবার দেখার আশায় প্রতিবারের মতো, এইবারও তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে তাঁর ভক্তদের ঢল নেমেছিল। বলিউডের সুলতান সাদা পাঞ্জাবি-পাজামা পরে এসে দাঁড়িয়েছিলেন তাঁর অ্যাপার্টমেন্টের বারান্দায়।
ঈদের খুশিতে মেতে উঠলেন শাহরুখও। প্রতিবারই তাঁর ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় তাঁর বাড়ির সামনে। এইবার এই চিরাচরিত চেনা ছবিতে পড়ল ভাঁটা। ভগ্নপ্রায় অবস্থায় তাঁর অনুরাগীরা যখন সোশ্যাল পাড়ায় ঘড় তুলেছে, সেই সময়ই তিনি তাঁর ফেসবুকে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ঈদের শুভেচ্ছাবার্তা জানিয়ে একটা পোস্ট করেছেন।
বান্দ্রার বাসভবনে জুনায়েদ, কিরণ এবং আজাদকে নিয়ে খুশির ঈদ পালন আমির খান। তবে এইদিন সেখানে গৌরির উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
ঈদে খুশির জোয়ারে ভাসলেন সইফ ও তাঁর পরিবার। সোহা আলি খান এবং সইফকে দেখা গেল এক ফ্রেমে। সঙ্গে ছিলেন কুণাল খেমুও। সইফকে দেখা গেল সাদা কুর্তা ও পাজামাতে। অন্যদিকে, সোহা গাঢ় সবুজ রঙের শারারা এবং কুর্তি পরেছিলেন। ছবিতে মেকআপ ছাড়াই কারিনাকে দেখা গিয়েছে, নায়িকার পরনে ছিল সালোয়ার কামিজ।
খান পরিবারকে খুশির মেজাজেই দেখা গেয়েছে নেটদুনিয়ায়। সোহার অসাধারণ গাঢ় সবুজ রঙের শারারা তাঁকে করে তুলেছিল অনন্যা। কুণাল খেমুকে দেখা গেল গাঢ় বেগুনি রঙের পাঞ্জাবিতে। তাঁদের দুজনের ঈদের সাজে মুগ্ধ সকলেই।
গহওর খানকেও দেখা যায় তাঁর স্বামী সন্তানের সঙ্গে। নেট দুনিয়ায় ছোট্ট একটি পোস্ট করে তিনি লেখেন, 'ঈদ মোবারক! আল্লাহ সকলের মঙ্গল করুন। আমাদের ওপর তাঁর রহমত বজায় থাকুক, আমিন।'
ঈদের খুশিতে মেতে উঠলেন রশ্মিকাও, তিনি তাঁর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, 'ঈদ মোবারক। আশা করি আপনাদের দিনটি হাসিখুশিতে ভরে উঠবে। সব সময় আনন্দে থাকুন।'
বরুণ ধাওয়ানও তাঁর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখেছেন, 'ঈদ মোবারক'।
অন্যদিকে, সানি দেওয়াল ছবি শেয়ার করে লিখেছেন, 'ঈদ মোবারক। আনন্দে মেতে উঠুন সকলে। ঈশ্বরের আশীর্বাদে ভরে উঠুক। আপনাদের সকলের শান্তি সমৃদ্ধি কামনা করি।'
ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা, তাঁর সকল ভক্তদের উদ্দেশ্যে ঈদ মোবারক লিখে একটি পোস্ট করেছেন।
রণবীর সিং ও দীপিকা পাডুকন তাঁদের সকল ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন ঈদ মোবারক।