দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের মধ্যে সামান্থা আক্কিনেনিকে অন্যতম ফ্যাশনিস্তা মানা হয়। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ডিজাইনারও বটে। আবার খুব শীঘ্রই 'স্যাম জ্যাম' নামে একটি টক শোয়ের সঞ্চালিকার ভূমিকাতেও পাওয়া যাবে তাঁকে।
ছবি-ইনস্টাগ্রাম
'স্যাম জ্যাম'-এর পোস্টার প্রকাশ অনুষ্ঠানে সম্প্রতি একটি রঙীন ড্রেসে নজর কাড়েন সামান্থা আক্কিনেনি। তবে আসল কথা হল সামান্থা আক্কিনেনি যে পোশাকটি পরেছিলেন সেটি কোনও ফেব্রিক দিয়ে তৈরি নয়।
ছবি-ইনস্টাগ্রাম
সামান্থা আক্কিনেনির এই পোশাকটি তৈরি পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতল (recycled plastic bottles) দিয়ে। হ্যাঁ, এক্কেবারেই ঠিক শুনছেন।
ছবি-ইনস্টাগ্রাম
নিজের টক শোয়ের প্রচারে গিয়ে 'পঙ্কজঅ্যান্ডনিধি'র ডিজাইন করা এই ক্যানভা ফ্লুয়েড ম্যাক্সি ড্রেসটি পরেছিলেন সামান্থা আক্কিনেনি। (ছবিতে একই পোশাক পরে রয়েছেন আরও একজন মডেল)
ছবি-ইনস্টাগ্রাম
'পঙ্কজঅ্যান্ডনিধি'র ডিজাইন করা এই ক্যানভা ফ্লুয়েড ম্যাক্সি ড্রেসটির দাম কত জানেন? এটির দাম ২৭ হাজার টাকা।
'পঙ্কজঅ্যান্ডনিধি'র ডিজাইন করা এই ক্যানভা ফ্লুয়েড ম্যাক্সি ড্রেসটি পরে র্যাম্পে হাঁটতেও দেখা গিয়েছে আরও বেশ কয়েকজন মডেলকে।
ছবি-ইনস্টাগ্রাম