Samantha Ruth Prabhu | Raj Nidimoru: ২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর শোভিতা ধুলিপালাকে বিয়ে করে সংসার করছেন নাগা। সেই সময় সামান্থার পাশে দাঁড়ান রাজ। এরপরেই রাজকে নিয়ে ছড়ায় গুঞ্জন। স্যোশাল মিডিয়ায় রাজের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করতেই গুঞ্জন আরও বেড়েছে। এরমধ্যে চর্চায় উঠে এসেছেন রাজের বাঙালি স্ত্রী শ্যামলী দে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে যে ফ্যামিলি ম্যান সিরিজের পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)!
২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর শোভিতা ধুলিপালাকে বিয়ে করে সংসার করছেন নাগা। সেই সময় সামান্থার পাশে দাঁড়ান রাজ।
এই পরিস্থিতিতে সামান্থাও সম্পর্কে জড়াক, তা বারবার চেয়েছেন তাঁর অনুগামীরা। এরপরেই রাজকে নিয়ে ছড়ায় গুঞ্জন।
স্যোশাল মিডিয়ায় রাজের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করতেই গুঞ্জন আরও বেড়েছে।
পরিচালক রাজ নিদিমোরুর (Raj Nidimoru) কাঁধে মাথা রেখে একটি ছবি দিতেই সামান্থার অনুরাগীরা প্রায় রাজ-সামান্থার সম্পর্কে সিলমোহর দিয়েই দিয়েছেন।
সামান্থা বা রাজ কেউই এখনও কোনও মন্তব্য করেননি।
এরমধ্যে চর্চায় উঠে এসেছেন রাজের বাঙালি স্ত্রী শ্যামলী দে।
শ্যামলী স্যোশাল মিডিয়ায় পোস্টে লেখেন, যাঁরা আমাকে নিয়ে ভাবেন, আমাকে দেখেন, আমাকে নিয়ে কথা বলেন, আমার বিষয়ে পড়েন ও লেখেন তাঁদের সকলকে আমার ভালবাসা ও শুভকামনা।
বাঙালি পরিবারের মেয়ে শ্যামলী দে। ২০১৫ সালে রাজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। ২০২২-এ তাঁদের বিচ্ছেদ হয়।
মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন শ্যামলী। বিশাল ভরদ্বাজ ও রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।
এছাড়াও ‘ওমকারা’, ‘রং দে বসন্তী’র মতো ছবিতে সৃজনশীল উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।
অন্যদিকে, রাজ নিদিমোরুর সঙ্গে বেশ কিছু কাজ করেছেন সামান্থা। তাই শ্যামলীর সঙ্গেও সামান্থার পরিচয় রয়েছে কি না, সেই প্রশ্নও উঠছে।