Niladri Lahiri: সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা নীলাদ্রি লাহিড়ীর। বাবাকে হারিয়ে শোকে বিহ্বল অভিনেতার মেয়ে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের মনখারাপের খবর টেলিভিশন দুনিয়ায়। প্রয়াত থিয়েটার ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নীলাদ্রি লাহিড়ী।
সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। বাবাকে হারিয়ে শোকে বিহ্বল অভিনেতার মেয়ে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী।
বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন মেয়ে সম্পূর্ণা। বাবার হাত ধরেই অভিনয় জগতে পা রাখা তাঁর। অভিনয় শিক্ষার প্রথম পাঠ তাঁর কাছেই।
কিছুদিন আগেই বাইপাস সার্জারি হয়েছিল অভিনেতার। সোমবার ছিল চেকআপের দিন কিন্তু চেকআপে যাওয়ার আগেই সব শেষ।
জানা যায় কার্ডিয়াক অ্যারেস্টেই মৃত্যু হয়েছে নীলাদ্রি লাহিড়ীর। তাঁর মৃত্যুতে শোকগ্রস্ত বিনোদন দুনিয়া।
থিয়েটারের পাশাপাশি নীলাদ্রি লাহিড়ী বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ। ‘শুভদৃষ্টি’, ‘মিঠাই’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘জগদ্ধাত্রী’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
শুধু টেলিভিশন নয়, তাঁর মূল পরিচিতি নাট্যজগত থেকে। বহু বছর ধরে মঞ্চে অভিনয় করে তিনি নিজের জায়গা তৈরি করেছিলেন।
একাধিক বাংলা ছবিতেও অভিনয় করেছেন, এমনকী পরিচালনাও করেছেন। ক্যামেরার পিছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গিয়েছে তাঁকে।
বাবাকে হারিয়ে শোকসন্তপ্ত সম্পূর্ণা বলেন, "আমার সব কিছু শেষ হয়ে গেল। বাবাই আমার সব ছিল।"