PHOTOS

Sankha Rituals: বাড়িতে শঙ্খ রয়েছে? শাঁখ রাখার সময় এই বিশেষ নিয়ম না মানলে সংসারে আসবে অশান্তি

Advertisement
1/5
বাড়িতে শঙ্খ থাকলে মেনে চলুন এই বিশেষ নিয়ম
বাড়িতে শঙ্খ থাকলে মেনে চলুন এই বিশেষ নিয়ম

সাধারণ হিন্দু বাড়িতে পুজো আচারের সময় শঙ্খ বাজাতে দেখা যায়। শঙ্খকে খুব শুভ বলেও মনে করা হয়। শুভ কাজের শুরুতে শঙ্খ বাজিয়ে দেবতাদের আহ্বান করা হয় বলেও মনে করা হয়। অনেক সময় একের অধিক শঙ্খ অনেক বাড়িতেই দেখতে পাওয়া যায়। তবে বাড়িতে শঙ্খ রাখার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলা আবশ্যক।

2/5
বাড়িতে শঙ্খ থাকলে মেনে চলুন এই বিশেষ নিয়ম
বাড়িতে শঙ্খ থাকলে মেনে চলুন এই বিশেষ নিয়ম

একের অধিক শঙ্খ থাকলে, তা কখনই এক ঘরে রাখা উচিৎ নয়। যেটি বাজানো হয়, সর্বদা সেটি হলুদ কাপড়ে মুড়ে রাখুন এবং অন্যটি সাদা কাপড়ে। এর ফলে সংসারে শুভ শক্তির আগমন হয়।

3/5
বাড়িতে শঙ্খ থাকলে মেনে চলুন এই বিশেষ নিয়ম
বাড়িতে শঙ্খ থাকলে মেনে চলুন এই বিশেষ নিয়ম

কখনই শঙ্খ ধুয়ে সেই জল পুজোর কাজে ব্যবহার করবেন না। প্রতি সোমবার শঙ্খ পুজো করলে পরিবারের আর্থিক উন্নতি নিশ্চিত।

4/5
বাড়িতে শঙ্খ থাকলে মেনে চলুন এই বিশেষ নিয়ম
বাড়িতে শঙ্খ থাকলে মেনে চলুন এই বিশেষ নিয়ম

বাজার থেকে শঙ্খ কিনেই তা ব্যবহার করা ঠিক নয়। প্রথমে তা গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে ব্যবহারের পর তা আবারও হলুদ কাপড় দিয়ে ঢেকে রাখা উচিৎ।

5/5
বাড়িতে শঙ্খ থাকলে মেনে চলুন এই বিশেষ নিয়ম
বাড়িতে শঙ্খ থাকলে মেনে চলুন এই বিশেষ নিয়ম

ভুল করে কখনই দেবাদিদের মহাদেবের মাথার উপরে শঙ্খ রাখবেন না। দেখবেন শঙ্খের জল যাতে ভুল করেও ভগবান শিবের মূর্তিতে বা শিবলিঙ্গে না পরে।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এর বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে জি ২৪ ঘণ্টার কোনও দায় নেই।)





Read More