PHOTOS

Sara Ali Khan: মাইনাস ২ ডিগ্রি তাপমাত্রা, সুইম স্যুটে সাঁতার কাটছেন সারা, ভাইরাল ছবি

Advertisement
1/10
ছুটি-ছুটি
ছুটি-ছুটি

নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন সারা আলি খান। 

 

2/10
ছুটি-ছুটি
ছুটি-ছুটি

সারা একা নন, সঙ্গে রয়েছেন তাঁর ভাই ইব্রাহিম আলি খান।

 

3/10
ছুটি-ছুটি
ছুটি-ছুটি

মাইনাস ২ ডিগ্রি তাপমাত্রাতে সুইমসুটে সাঁতার কাটছেন নায়িকা। ছবি পোস্ট করার পরই ভাইরাল হয়ে যায় সেই ছবি।

 

4/10
ছুটি-ছুটি
ছুটি-ছুটি

দুদিন আগেই সারা ইনস্টাগ্রামে লিখেছিলেন যে, 'যেখানে ভাই থাকে সেখানেই আমার ঘর'।

 

 

5/10
ছুটি-ছুটি
ছুটি-ছুটি

ইব্রাহিম, সারা ছাড়াও এই ট্রিপে রয়েছেন তাঁদের একঝাঁক বন্ধু।

6/10
ছুটি-ছুটি
ছুটি-ছুটি

বরফে ঢেকেছে কাশ্মীর ভ্যালি। বরফ নিয়ে খেলছেন সারা ও তাঁর বন্ধুরা। তৈরি করেছেন বরফের পুতুল।

 

7/10
ছুটি-ছুটি
ছুটি-ছুটি

ইব্রাহিম ও সারার মিল দেখে বোঝাই যায় যে, ভাই-বোনের সম্পর্কের বাইরে তাঁরা ভালো বন্ধুও।

 

8/10
ছুটি-ছুটি
ছুটি-ছুটি

কাশ্মীর ঘুরতে গিয়ে চলছে ফটোসেশন। একের পর এক ছবি পোস্ট করছেন সারা।

 

9/10
ছুটি-ছুটি
ছুটি-ছুটি

সম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে ছবির শুটিং শেষ করলেন সারা। শুট শেষ করেই ছুটি মুডে নায়িকা।

 

10/10
ছুটি-ছুটি
ছুটি-ছুটি

বরফে স্কেটিং করতে দেখা গেল ইব্রাহিমকে। 





Read More