PHOTOS

Viral Photo: কেদারনাথ মন্দিরে একসঙ্গে হাজির জাহ্নবী কাপুর, সারা আলি খান

Advertisement
1/6
গল্প হলেও সত্যি
গল্প হলেও সত্যি

নিজস্ব প্রতিবেদন: দুই নায়িকা একে অপরের প্রিয় বন্ধু। কিছুদিন আগে অবধি এই কথায় অবাক হতেন সকলেই। তবে এবার দুই নায়িকার বন্ধুতার গল্পই অবাক করছে বলিউডকে। সারা আলি খান ও জাহ্নবী কাপুর। 

2/6
কেদারনাথ দর্শনে
কেদারনাথ দর্শনে

সম্প্রতি একসঙ্গে কেদারনাথ মন্দিরে গিয়েছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ছবি। 

3/6
প্রশংসায় পঞ্চমুখ
প্রশংসায় পঞ্চমুখ

দুই নায়িকার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তাঁদের সংস্কার দেখে মুগ্ধ তাঁদের ফ্যানেরা। 

4/6
পোশাক আশাক
পোশাক আশাক

ছবিতে কখনও ওয়েস্টার্ন পোশাকে কখনও আবার এথনিক পোশাকে ধরা দিয়েছেন সারা ও জাহ্নবী। 

5/6
প্রথম দেখা
প্রথম দেখা

কিছুদিন আগেই একটি রিয়ালিটি শোয়ের মঞ্চে এসে জাহ্নবী জানান, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সারার সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল তাঁর। 

6/6
বন্ধুত্ব গড়ে ওঠার গল্প
বন্ধুত্ব গড়ে ওঠার গল্প

সারা জানান, তাঁদের দুজনের কমন বন্ধুদের সূত্রেই তাঁদের বন্ধুত্ব গড়ে ওঠে। 





Read More