Saraswati Puja 2024 | Saraswati Puja Date: একটা সন্দেহ তৈরি হয়েছে, এ বছর কবে সরস্বতী পুজো? ১৪ ফেব্রুয়ারি, না ১৫ ফেব্রুয়ারি? অনেকেই বিষয়টা জানতে চাইছেন।
মাঘ মাসেই সরস্বতী পুজোর তিথি পড়ে। অনেক আগে এই তিথিতেই বসন্ত ঋতু শুরু হত বলে মনে করা হয়। এই বসন্ত পঞ্চমী তিথিতেই সরস্বতী পুজো হয়।
বৈদিক মতে, এই দিনেই আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী।
এবছর সরস্বতী পুজোর তিথি শুরু হচ্ছে, ১৩ ফেব্রুয়ারি দুপুর ২টো ৪১ মিনিটে।
সরস্বতী পুজোর তিথি থাকবে পরদিন ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা ০৯ মিনিট পর্যন্ত।
এ বছর সরস্বতী পুজোর শুভ মুহূর্ত থাকবে ১৪ ফেব্রুয়ারি সকাল ৭টা ০১ মিনিট থেকে বেলা ১২টা পর্যন্ত।
এই ৫ ঘণ্টা এ বছর বাগদেবীর আরাধনার জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করা হচ্ছে।
দেবী সরস্বতীর আরাধনায় মেতে ওঠে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। ছাত্রছাত্রীরা ছাড়াও দেবীর আরাধনা করেন সমাজের সর্বস্তরের মানুষ। এবারেও ছবিটা এক। তবে, এ বছর অনেক বোর্ডেরই ফাইনাল পরীক্ষা চলছে। যে-কারণে পড়ুয়ারা একটু হতাশ হয়ে পড়েছে।