Shanidev: এই সময়ে মাথা ঠান্ডা রাখতে হবে। কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে। সম্মানহানির দিকে নজর রাখা উচিত। ঝুঁকি না নেওয়াই ভালো
বক্রী হতে চলেছেন ন্যায়ের দেবতা শনিদেব। আগামী ১৩ জুলাই থেকে টানা ১৩৮ দিন ধরে শনিদেব বক্রী হবেন। অর্থাত্ রাশিচক্রের উল্টো দিকে ঘুরবেন। এর প্রভাবে বেশকিছু রাশির জাতক জাতিকার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। পদে পদে বাধা, ব্যর্থতা নেমে আসবে বেশ কয়েকটি রাশির জীবনে। এই ১৩৮ দিন ৫ রাশির জীবনে পরীক্ষার দিন।
কন্যা রাশির জাতক জাতিকাদের জন্যও এটা চ্যালেঞ্জের সময়। মন স্থির থাকবে না। সুখ থেকে বঞ্চিত হবেন। মাথা ঠান্ডা করে সমস্যার সমাধান করুন, কাজের জায়গায় কোনও বিতর্কে জড়াবেন না।
মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিন। বরং সিদ্ধান্ত নিতে দেরি করাই ভালো। শনির বক্রী আর্থিক ক্ষতির কারণ হতে পারে। কাজে পদে পদে বাধার সম্মুখীন হবেন।
শনির বক্রী মেষ রাশির জাতকদের জীবনে কেরিয়ার, স্বাস্থ্য ও সম্পর্কে প্রবল প্রভাব ফেলবে। আপনাকে বিব্রত করবে। এই সময় ভুল করা থেকে সতর্ক থাকতে হবে।
পুরনো শত্রুরা আপনার বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠবে। স্বাস্থ্য সমস্যা বিশেষকরে ত্বক, অস্তি ও অস্তিসংযোগ সমস্যা নিয়ে ভোগান্তি হতে পারে। হঠাত্ করে খরচ হাতে বাইরে চলে যেতে পারে।
ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রবল ওঠাপড়ার মধ্যে দিয়ে যাবে সিংহ। আপনার সম্মান নিয়ে টানাটানি হতে পারে, বড়দের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে পারেন।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)