Saturn And Jupiter Transit: শনি কর্মফলের দেবতা। বৃহস্পতি সুখ, উন্নতি ও সমৃদ্ধির গ্রহ।
এই এপ্রিলেই বদল। শনির ও বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন রাশিচক্রে আনছে বিপুল শুভ পরিবর্তন।
বৃহস্পতি এপ্রিলের ১০ তারিখে রোহিণী নক্ষত্র থেকে মার্গশীর্ষ নক্ষত্রে গোচর করছে।
শনি ২৮ এপ্রিলে পূর্বভাদ্রপদ থেকে উত্তরভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। আর এই দুই গোচরে প্রভূত ভাবে উপকৃত হবেন কয়েকটি রাশির জাতক-জাতিকারা।
বৃহস্পতি ও শনির গোচরে কর্কট রাশির জাতক-জাতিকারা প্রভূত ভাবে উপকৃত হবেন। এঁরা পরিশ্রমের প্রকৃত মূল্য পাবেন। এঁদের কেরিয়ারে বিপুল বদল আসবে। ঘরের অশান্তি মিটবে। এঁদের জীবনে প্রচপর প্রাপ্তি ঘটবে।
বৃহস্পতির জেরে সিংহের ভীষণই সুসময়। শনির জেরে এঁদের অনুসন্ধিৎসা বাড়বে। গবেষকদের জন্য ভালো সময়। পিতৃস্থানীয় কারও সঙ্গে কোনও ভুল-বোঝাবুঝি থাকলে তা মিটে যাবে।
মকর এই সময়ে নতুন করে নিজেকে ফিরে পাবেন। সংগীত, অভিনয়, লেখালিখির মতো সৃজনশীলতার মধ্যে দিয়ে এঁরা নিজেদের সফল ভাবে ব্যক্ত করবেন। এঁরা একটু নির্জনে থাকতে চাইবেন। এঁদের হাতে এ সময়ে টাকাও আসবে প্রচুর। মানুষকে সাহায্য করার জন্যও এঁরা এ সময়ে অনেক টাকা ব্যয় করবেন।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)