Effects of Vakri Shani on Zodiac: মীন রাশিতে প্রবেশের পরে শনি রেট্রোগ্রেড করবনে, অর্থাৎ, বিপরীত দিকে চলবেন। শনি গত ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করেছেন। কিন্তু শনির এই বক্রী গতি কতদিন? কী হবে এর ফলে?
আগামী ১৩ জুলাই থেকে শনি বক্রী হবে। ১৩ জুলাই, রবিবার সকাল ৯টা ৩৬ মিনিটে তিনি বক্রী হতে শুরু করবেন। এই ভাবে ২৮ নভেম্বর পর্যন্ত শনি বিপরীত দিকে চলবেন। শনি কুম্ভ রাশিতে বক্রী থাকবেন। মোট ১৩৮ দিন শনি এখানে বক্রী থাকবেন।
যাঁরা শনির সাড়েসাতি থেকে ভুগছেন, তাঁদের কী উপায়? তাঁরা আগে তাঁদের বাড়ির পশ্চিম দিকটি পরিষ্কার করে ফেলুন। তারপর শনিবার একটি লোহা বা স্টিলের পাত্রে কালো তিল, গুড় এবং জল মিশিয়ে অশ্বত্থ গাছে অর্পণ করুন। এর পাশাপাশি, গরিব মানুষকে সাহায্য করুন। তাঁদের খাবার দিন। অক্ষম ব্যক্তিদের কিছু দান করুন।
আগামী ১৩ জুলাই থেকে শনি বক্রী হচ্ছেন। তাঁর এই বক্রী গতি চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। শনির এই বক্র গতির ফলে অনেক রাশিই প্রভূত উপকৃত হবে। জেনে নিন, কারা কারা?
শনির বক্র গতির বিশেষ প্রভাব পড়বে কন্যা রাশির জাতকদের উপর। শনি বক্রী হওয়ার ফলে এঁদের জীবনে নানা শুভ ঘটনা ঘটবে। এঁদের কর্মক্ষেত্রে সমস্যা দূর হবে। আয়ের একাধিক উৎস তৈরি হবে। ব্যবসায়ীদের জন্যও সময়টা দারুণ।
শনির পশ্চাদপসরণ মকর রাশির জাতক-জাতিকাদের জন্যও বিপুল শুভ সংবাদ বয়ে আনবে। সবকিছুতেই ভাগ্য এঁদের সহায়তা করবে।
দেখতে গেলে এখন তো মীন রাশিতেই শনি বিরাজমান। তবে শনির বক্রী হওয়ার ঘটনাটা মীন রাশিকে কোনও সমস্যায় ফেলবে না, উল্টে তাঁদের জন্য শুভই হবে এটা। জীবনে নানা ক্ষেত্রে উন্নতিলাভ করবেন, পুরনো কোনও বিনিয়োগ থেকে আর্থিক লাভও ঘটতে পারে। সব মিলিয়ে এঁরা নানা দিক থেকে উপকৃত হবেন।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)