PHOTOS

Saurav-Darshana Wedding: রোলস রয়েসে চেপে নতুন বউ দর্শনাকে নিয়ে বাড়ি ফিরলেন সৌরভ, ভাইরাল ভিডিয়ো...

Saurav-Darshana Wedding: শুক্রবার সাতপাকে বাঁধা পড়েন সৌরভ-দর্শনা। রাজকীয় আয়োজনে বসেছিল বিবাহ বাসর। শনিবার বিকেলে নতুন বউকে নিয়ে বাড়ি ফিরলেন সৌরভ। সেখানেও ছিল চমক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দর্শনা ও সৌরভের সেই ভিডিয়ো।   

Advertisement
1/12
সৌরভ-দর্শনার বিয়ে
সৌরভ-দর্শনার বিয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার সাত পাকে বাঁধা পড়েন সৌরভ-দর্শনা।

 

2/12
সৌরভ-দর্শনার বিয়ে
সৌরভ-দর্শনার বিয়ে

পিঁড়িতে করে নয়, বরং একাই হেঁটে বিয়ের মঞ্চে আসেন দর্শনা। রীতি মেনে পান পাতা ঢেকে একাই ঘোরেন সৌরভের চারপাশো।

 

3/12
সৌরভ-দর্শনার বিয়ে
সৌরভ-দর্শনার বিয়ে

শুভদৃষ্টির আগে আনন্দে উৎসাহিত নেচেও ওঠেন অভিনেত্রী। অন্যদিকে শুভদৃষ্টিতে স্ত্রীকে দেখে চেঁচিয়ে ওঠেন সৌরভ।

 

4/12
সৌরভ-দর্শনার বিয়ে
সৌরভ-দর্শনার বিয়ে

মালাবদল সেরেই দর্শনাকে জরিয়ে ধরলেন সৌরভ। গালে এঁকে দিলেন চুম্বনও।

 

5/12
সৌরভ-দর্শনার বিয়ে
সৌরভ-দর্শনার বিয়ে

অভিনেতার পরনে ছিল সাদা পাঞ্জাবী এবং ধুতি।একেবারে সাবেকি সাজে সকলের নজর কেড়েছেন দর্শনা।

 

6/12
সৌরভ-দর্শনার বিয়ে
সৌরভ-দর্শনার বিয়ে

অভিনেত্রীর পরনে ছিল লাল বেনারসী এবং সাবেকি সোনার গয়না। রুপো-সোনার জরি দিয়ে পাঁচ মাস ধরে তৈরি হয়েছে দর্শনার বিয়ের বেনারসি।

 

7/12
সৌরভ-দর্শনার বিয়ে
সৌরভ-দর্শনার বিয়ে

'অল্প হলেও সত্যি’র সময় থেকে শুরু সৌরভ-দর্শনার বন্ধুত্ব।‘গোলেমালে গোল’-এর সেটে সেই বন্ধুত্বে নতুন রং লাগে।

 

8/12
সৌরভ-দর্শনার বিয়ে
সৌরভ-দর্শনার বিয়ে

গত এক-দেড় বছর ধরে প্রেম করছিলেন হবু বর কনে, কিন্তু আড়ালে রেখেছিলেন ঘনিষ্ঠতার কথা। গত মাসের শেষেই বিয়ের খবর প্রকাশ্যে আসে।

 

9/12
সৌরভ-দর্শনার বিয়ে
সৌরভ-দর্শনার বিয়ে

শুধু বিয়ে নয়, কনেকে নিয়ে বাড়ি ফেরাতেও চমক দিলেন সৌরভ। একটি রোলস রয়েসের ছবি পোস্ট করে জানান দেন যে সেই রাজকীয় গাড়ি চেপেই তিনি নতুন বউকে নিয়ে বাড়ি ফিরবেন।

 

10/12
সৌরভ-দর্শনার বিয়ে
সৌরভ-দর্শনার বিয়ে

সাদা রঙের রোলস রয়েসে বাইপাস ধরে চলেছেন নব দম্পতি।

 

11/12
সৌরভ-দর্শনার বিয়ে
সৌরভ-দর্শনার বিয়ে

ইতোমধ্যেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো।

 

12/12
সৌরভ-দর্শনার বিয়ে

রবিবার তাঁদের বউভাতের অনুষ্ঠান।





Read More