Swastika-Shovan: স্বস্তিকা দত্ত ও শোভন গঙ্গোপাধ্যায়ের বিচ্ছেদ নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন সোশ্যাল মিডিয়ায় দুজনেই পোস্ট করলেন কিছু বার্তা । তবে এর মাঝেই শোভনের পোস্ট দেখে বদলে গেল সমীকরণ! সত্যিই কী বিচ্ছেদের পথে তাঁরা নাকি সবটাই শুধুমাত্র জল্পনা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ অনেকদিন ধরেই গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা দত্তের বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে।
শোনা যাচ্ছিল যে, শোভনের জীবনে প্রাক্তনের আগমনেই নাকি এই বিচ্ছেদ । যদিও তাঁর প্রাক্তন জানিয়ে দিয়েছেন যে, তিনি তাঁর স্বামীকে নিয়ে সুখেই সংসার করছেন।
অন্যদিকে স্বস্তিকা জানিয়ে দেন যে, এটা তাঁর ও শোভনের ব্যক্তিগত ব্যাপার। এর মাঝেই দুজনের পোস্ট ঘিরে শুরু হয় নয়া জল্পনা ।
শোভন নিজের সমাজমাধ্যমে লেখেন, ‘নিজেকে ক্ষমা করে দাও, যে ভাবে নিজের প্রাক্তনকে বহু বার করেছ।’
অন্যদিকে স্বস্তিকা পোস্ট করেন ‘ইউ সাক এনিওয়ে’। বাংলায় অনুবাদ করলে বোঝায়, ‘তুমি মোটেও বিশ্বাসযোগ্য নয়।’
এই পোস্টে তাঁদের বিচ্ছেদের ইঙ্গিত পাওয়া গেলেও, শুক্রবার ছিল স্বস্তিকার ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান । ট্রেলার লঞ্চের পরেই সেই ট্রেলার শেয়ার করেছেন শোভন । তাহলে কি অভিমানের বরফ গলছে?