PHOTOS

SBI | State Bank of India: SBI-তে সুবর্ণ সুযোগ, ১০ হাজার লোক নেবে এই বছর-ই!

SBI recruitment: প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে কত লোক নেওয়া হবে, সেটাও জানিয়ে দিয়েছে এসবিআই। 

Advertisement
1/5

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যাঁরা ব্যাঙ্কে চাকরি খুঁজছেন, তাঁদের জন্য দারুণ খবর।

 

2/5
SBI-তে নিয়োগ!
SBI-তে নিয়োগ!

এই অর্থবর্ষে ১০ হাজার লোক নিচে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

 

3/5
SBI-তে নিয়োগ!
SBI-তে নিয়োগ!

ব্যাঙ্কিং পরিষেবা ও প্রযুক্তিগত ভাবে আরও উন্নতির জন্য এই লোক নিচে চলেছে এসবিআই। 

 

4/5
SBI-তে নিয়োগ!
SBI-তে নিয়োগ!

প্রসঙ্গত, নিরবিচ্ছিন্ন গ্রাহক পরিষেবা বজায় রাখার জন্য প্রযুক্তিতে বড়সড় লগ্নি করেছে SBI।

 

5/5
SBI-তে নিয়োগ!
SBI-তে নিয়োগ!

প্রাথমিকভাবে ১৫০০ টেকনিক্য়াল লোক নেবে এসবিআই। এরপর ধীরে ধীরে ডেটা সায়েনটিস্ট, ডেটা আর্কিটেক্ট ও নেটওয়ার্ক অপারেটরস নিয়োগ করবে।





Read More