SBI recruitment: প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে কত লোক নেওয়া হবে, সেটাও জানিয়ে দিয়েছে এসবিআই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যাঁরা ব্যাঙ্কে চাকরি খুঁজছেন, তাঁদের জন্য দারুণ খবর।
এই অর্থবর্ষে ১০ হাজার লোক নিচে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ব্যাঙ্কিং পরিষেবা ও প্রযুক্তিগত ভাবে আরও উন্নতির জন্য এই লোক নিচে চলেছে এসবিআই।
প্রসঙ্গত, নিরবিচ্ছিন্ন গ্রাহক পরিষেবা বজায় রাখার জন্য প্রযুক্তিতে বড়সড় লগ্নি করেছে SBI।
প্রাথমিকভাবে ১৫০০ টেকনিক্য়াল লোক নেবে এসবিআই। এরপর ধীরে ধীরে ডেটা সায়েনটিস্ট, ডেটা আর্কিটেক্ট ও নেটওয়ার্ক অপারেটরস নিয়োগ করবে।