PHOTOS

Uttarpara School: একসময়ের গমগমে স্কুলে এখন অন্য ছবি, বড় পদক্ষেপ করল পুরসভা...

Uttarpara School: বিজেপির ইন্দ্রনীল দত্তের অভিযোগ হীরক রাজার মত রাজত্ব চলছে। সেখানে হীরক রাজা বলেছিল লেখাপড়া করে যে অনাহারে মরে সে। এই রাজত্বে তাই হচ্ছে

Advertisement
1/7
পুরসভা স্কুল
পুরসভা স্কুল

একসময় ছিল উত্তরপাড়া কোতরং পৌর প্রাথমিক বিদ্যালয় ছিল। পরে সেই স্কুলের নাম হয় কোতরং আদর্শ প্রাথমিক বিদ্যালয়। -তথ্য ও ছবি-বিধান সরকার

2/7
ভাঙা হচ্ছে স্কুল
ভাঙা হচ্ছে স্কুল

সেই স্কুল কয়েক বছর আগে বন্ধ হয়েছে পড়ুয়ার অভাবে। স্কুল ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। -তথ্য ও ছবি-বিধান সরকার

3/7
বিজেপি
বিজেপি

বিজেপির ইন্দ্রনীল দত্তের অভিযোগ হীরক রাজার মত রাজত্ব চলছে। সেখানে হীরক রাজা বলেছিল লেখাপড়া করে যে অনাহারে মরে সে। এই রাজত্বে তাই হচ্ছে। বিল্ডিং ভেঙে এখানে হয়তো আগামী দিনে প্রমোটিং হবে। -তথ্য ও ছবি-বিধান সরকার

 

4/7
শিক্ষা কর্মাধ্যক্ষ
শিক্ষা কর্মাধ্যক্ষ

হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরে স্কুলটিতে পড়ুয়া ছিল না। ফলে স্কুলটির ভগ্নদশা হয়ে গিয়েছিল। অনেকে জবর দখল করার চেষ্টা করছিল। সঙ্গত কারণে পুরসভা স্কুলটি ভেঙে দিয়েছে। -তথ্য ও ছবি-বিধান সরকার

5/7
ফের তৈরি হবে স্কুল
ফের তৈরি হবে স্কুল

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তহবিলের টাকা বরাদ্দ হয়েছে নতুন করে আবার স্কুল ভবন তৈরি হবে। নতুন করে শিক্ষার বিস্তার করার ভাবনা ভাবছে পুরসভা। এর মধ্যে অন্যায়টা কোথায়। বিরোধী দলের লোকেরা অন্যায় ভাবে স্কুলটাকে দখল করতে চাইছিল তাই বোধহয় তাদের স্বার্থে আঘাত লেগেছে। -তথ্য ও ছবি-বিধান সরকার

6/7
পুর চেয়ারম্যান
পুর চেয়ারম্যান

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানান, আরো ভালো কিছু পরিকল্পনা আমাদের আছে। নিশ্চিতভাবে আরো কিছু সময় গেলে শহরের মানুষ জানতে পারবেন। -তথ্য ও ছবি-বিধান সরকার

7/7
স্মৃতি জড়িয়ে রয়েছে
স্মৃতি জড়িয়ে রয়েছে

স্কুলের প্রাক্তনী তপন সাঁপুই বলেন,আমি এই স্কুলে পড়াশোনা করেছি। একটা সময় অনেক ছাত্র-ছাত্রী ছিল। স্কুলের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমার মত এলাকার অনেকেরই। স্কুলটি ভেঙে ফেলায় দেখে খারাপ লাগছে। কী কারণে ভেঙে ফেলা হচ্ছে সেটা বলতে পারব না। -তথ্য ও ছবি-বিধান সরকার





Read More