PHOTOS

Purulia: মাত্র ১১ ছাত্র, একজনই অতিথি শিক্ষক! 'নিষ্প্রাণ' স্কুলই সন্ধে নামলে মদ-জুয়ার ঠেকে সরগরম...

Purulia: হাতেগোনা পড়ুয়া সংখ্যা স্কুলে। বেশিরভাগ দিনই তালাবন্ধ থাকে স্কুল। সন্ধে নামলেই মদ আর জুয়ার ঠেকে স্কুল চত্বর।

Advertisement
1/10
স্কুলে মদের আসর
স্কুলে মদের আসর

মনোরঞ্জন মিশ্র: বিদ্যালয় চত্বর পরিণত হয়েছে মদ আর জুয়ার ঠেকে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, প্লাস্টিকের গ্লাস, তাস। 

2/10
স্কুলে মদের আসর
স্কুলে মদের আসর

সন্ধে নামলেই অসামাজিক কাজকর্মের ঠিকানা হয়ে উঠেছে বিদ্যালয় ভবন। নেই বাউন্ডারি দেওয়াল। একজন অতিথি শিক্ষক এবং ১১ জন পড়ুয়াকে নিয়ে টিম টিম করে চলছে বিদ্যালয়ে।

3/10
তালাবন্ধ স্কুল
তালাবন্ধ স্কুল

সপ্তাহের বেশিরভাগ দিনই স্কুল থাকে তালাবন্ধ। লাটে উঠছে বিদ্যালয়ের পঠনপাঠন। ঘটনা পুরুলিয়া ২ নম্বর ব্লকের ডাবর বলরামপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়ে।

 

4/10
তালাবন্ধ স্কুল
তালাবন্ধ স্কুল

জানা যায়, ২০১৭ সালে ডাবর বলরামপুর গ্রামে প্রতিষ্ঠিত হয় দ্বিতল ভবন বিশিষ্ট জুনিয়র উচ্চ বিদ্যালয়ের। সেই সময় বিদ্যালয়ে নিয়োগ হয় ৪ জন অতিথি শিক্ষক। ডাবর, বলরামপুর, লোহারশোল শিমুলটাড়, পালঞ্জা-সহ আশেপাশের গ্রাম থেকে ভর্তি হয় ৬০-৭০ জন পড়ুয়া। 

 

5/10
স্কুলের পড়ুয়া-শিক্ষক সংখ্যা
স্কুলের পড়ুয়া-শিক্ষক সংখ্যা

সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষক ও পড়ুয়ার সংখ্যা কমে বর্তমানে মাত্র ১ জন অতিথি শিক্ষক এবং খাতায় কলমে রয়েছে ১১ জন ছাত্রছাত্রী। কিন্তু বিদ্যালয়ে গড়ে উপস্থিত হয় মাত্র ৫-৬ জন পড়ুয়া। 

6/10
নারাজ অভিভাবক
নারাজ অভিভাবক

স্থায়ী শিক্ষক-শিক্ষিকা এবং পড়াশোনার পরিকাঠামো না থাকায় ওই বিদ্যালয়ে ছেলেমেয়েদের ভর্তি করতে নারাজ অভিভাবকেরা। 

7/10
স্কুলে মদের আসর
স্কুলে মদের আসর

শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদের অভাবে ধীরে ধীরে স্কুল বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। বাউন্ডারি দেওয়াল না থাকার কারণে সেখানে মদ ও জুয়ার আসর বসছে।

8/10
এলাকাবাসীদের অভিযোগ
এলাকাবাসীদের অভিযোগ

এলাকাবাসীদের অভিযোগ, এই বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ নেই। শিক্ষক শিক্ষিকা নেই। সন্ধে নামলেই বিদ্যালয় চত্বরে মদ, জুয়ার আসর বসে। অতিথি শিক্ষক মধুসূদন মাহাতো বলেন, 'এখানে শিক্ষক শিক্ষিকা পর্যাপ্ত না থাকায় পড়ুয়াদের ভর্তি করাতে চায়না। প্রায় ৫ থেকে ৬ জন পড়ুয়া আসে। স্কুল খুলতে এসে দেখি মদের বোতল পড়ে রয়েছে।'   

9/10
বিজেপির অভিযোগ
বিজেপির অভিযোগ

বিজেপির অভিযোগ, বিদ্যালয়গুলোতে স্থায়ী শিক্ষক শিক্ষিকা ও উপযুক্ত পরিকাঠামো না থাকায় পড়াশোনার মান তলিয়ে যাচ্ছে  রাত হলেই চলছে বিদ্যালয়ে অসামাজিক কাজকর্ম। বিষয়টি নিয়ে শিক্ষা দফতরের উচিত নজর দেওয়া। 

10/10
জেলা স্কুল শিক্ষা পরিদর্শক
জেলা স্কুল শিক্ষা পরিদর্শক

বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা স্কুল শিক্ষা পরিদর্শক (মাধ্যমিক) মহুয়া বসাক বলেন, স্কুলে ছেলেমেয়ে কম, শিক্ষক নেই। বিষয়টি নজরে রয়েছে। সেখানে অতিথি শিক্ষক নিয়োগ করার বিষয়ে দেখা হবে।





Read More