PHOTOS

Local Train Cancel: ফের বাতিল একগুচ্ছ ট্রেন! শনি-রবিবার শিয়ালদহ থেকে চলবে না একাধিক লোকাল...

Rescheduling of Train: শনিবার ও রবিবার শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ ও কৃষ্ণনগরের মধ্যে কালীনারায়ণপুর স্টেশনে ফুট ওভার ব্রিজ ভাঙার কাজ চলবে।

Advertisement
1/5
লোকাল ট্রেন বাতিল
লোকাল ট্রেন বাতিল

অয়ন ঘোষাল: শনিবার ও রবিবার ফের ট্রেন বাতিলের ঘোষণা করল শিয়ালদহ ডিভিশন। কালীনারায়ণপুরে ইয়ার্ড রিমডেলিং সম্পর্কিত কাজে ১.৮৬ মিটার চওড়া ফুট ওভার ব্রিজ ভাঙার জন্য বেশ কিছু ট্রেন বাতিল হবে।

2/5
লোকাল ট্রেন বাতিল
লোকাল ট্রেন বাতিল

৭ ডিসেম্বর শনিবার বাতিল খাতায় থাকছে- 

১. শিয়ালদহ-শান্তিপুর একটি করে আপ ও ডাউন

২. শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন একটি করে আপ ও ডাউন

৩. শিয়ালদহ-লালগোলা একটি করে আপ ও ডাউন

 

3/5
লোকাল ট্রেন বাতিল
লোকাল ট্রেন বাতিল

৮ ডিসেম্বর, রবিবার বাতিল কোন কোন ট্রেন?

১. রানাঘাট-কৃষ্ণনগর সিটি জংশন- ২টি আপ ও একটি ডাউন

২. শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন- একটি আপ ও ২টি ডাউন

৩. রানাঘাট-শান্তিপুর- একটি আপ ও একটি ডাউন

৪. রানাঘাট-লালগোলা- একটি আপ ও একটি ডাউন

৫. শিয়ালদহ-শান্তিপুর- একটি আপ ও একটি ডাউন

4/5
লোকাল ট্রেন বাতিল
লোকাল ট্রেন বাতিল

০৩১৭১ শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল ৮ ডিসেম্বর রবিবার ৩০ মিনিট দেরিতে চলবে। ভোর পৌনে চারটের বদলে ভোর সওয়া চারটেয় ছাড়বে। ব্লক বাতিল না হওয়া পর্যন্ত রানাঘাট পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে এবং কৃষ্ণনগর সিটি জং পর্যন্ত সমস্ত স্টেশনে থামবে।

5/5
লোকাল ট্রেন বাতিল
লোকাল ট্রেন বাতিল

বিগত কয়েক মাসে লাগাতার ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হাওড়া ও শিয়ালদহ দুই ডিভিশনেই। কখনও সিগন্যালিংয়ের কাজ, কখনও আবার ওভারহেডের কাজ কখনও আবার রেলের অন্যান্য প্রযুক্তিগত উন্নয়নের কাজের কারণে সবথেকে বেশি ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হওড়ায়। 





Read More