PHOTOS

Meghalaya Honeymoon Murder: শুধু একটা 'দা'তে নয়! রাজাকে খুন আসলে কীভাবে? এবার মিলল... পালটে গেল পুরো গল্প-ই...

Meghalaya Missing Couple: ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েই এ দিন আরও একটি চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন তদন্তকারীরা৷ ধৃতরা জানায়, একটি নয়, রাজাকে খুনে দুটি দা ব্যবহার করা হয়েছিল৷ 

Advertisement
1/8
রাজকে রক্তাক্ত করেছিল একটা নয়, দুটো ধারালো...
রাজকে রক্তাক্ত করেছিল একটা নয়, দুটো ধারালো...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রঘুবংশী হত্যাকাণ্ডে ধৃত তাঁর স্ত্রী সোনম, সোনমের প্রেমিক রাজ কুশাওয়া এবং তিন জন ভাড়াটে খুনিকে নিয়ে পূর্ব খাসি পাহাড়ি এলাকার ওয়েই সাওডং জলপ্রপাতের কাছে সেই ঘটনাস্থলে নিয়ে যায় পুলিস৷ 

2/8
রাজকে রক্তাক্ত করেছিল একটা নয়, দুটো ধারালো...
রাজকে রক্তাক্ত করেছিল একটা নয়, দুটো ধারালো...

এখানেই রাজাকে খুন করে খাদে ফেলে দেওয়া হয়৷ তদন্তে নেমে কাছের একটি পার্কিং লট থেকে একটি রক্তমাখা দা উদ্ধার করে পুলিস।প্রাথমিক ভাবে মেঘালয় পুলিসের সন্দেহ ছিল, এই দা দিয়েই খুন করা হয়েছে রাজা রঘুবংশীকে।

3/8
রাজকে রক্তাক্ত করেছিল একটা নয়, দুটো ধারালো...
রাজকে রক্তাক্ত করেছিল একটা নয়, দুটো ধারালো...

পরে জানা যায়, একটা নয়, দুটো ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করা হয়েছিল রাজাকে। দুটি দা দিয়েই তাঁকে একাধিকবার আঘাত করা হয়৷ এর সবটাই ঘটে রাজার স্ত্রী সোনমের সামনে৷  

4/8
রাজকে রক্তাক্ত করেছিল একটা নয়, দুটো ধারালো...
রাজকে রক্তাক্ত করেছিল একটা নয়, দুটো ধারালো...

মঙ্গলবার মেঘালয়ে রাজা রঘুবংশীর খুনের ঘটনার পুনর্নিমান করে পুলিস। ওয়েই সাওডং জলপ্রপাতের কাছে একটি নয় দুটো অস্ত্র এবং রাজা রঘুবংশীর দেহ উদ্ধার করা হয়েছে। 

5/8
রাজকে রক্তাক্ত করেছিল একটা নয়, দুটো ধারালো...
রাজকে রক্তাক্ত করেছিল একটা নয়, দুটো ধারালো...

হানিমুনে গিয়ে ইন্দোরের দম্পতি রাজা-সোনম নিখোঁজ হয়ে যাওয়ার পরই রহস্য দানা বাঁধে। এরপর রাজার দেহ মিলতেই একে একে পুলিসের হাতে আসতে শুরু করে একের পর এক ক্লু।

6/8
রাজকে রক্তাক্ত করেছিল একটা নয়, দুটো ধারালো...
রাজকে রক্তাক্ত করেছিল একটা নয়, দুটো ধারালো...

স্বামী রাজা রঘুবংশীকে হত্যার দায়ে তারপর উত্তরপ্রদেশের গাজিপুর থেকে স্ত্রী সোনম রঘুবংশীকে গ্রেফতার করে মেঘালয় পুলিস। সেইসঙ্গে গ্রেফতার করা হয় সোনমের প্রেমিক রাজ কুশওয়া সহ আরও ৩ সুপারি কিলারকে।

7/8
রাজকে রক্তাক্ত করেছিল একটা নয়, দুটো ধারালো...
রাজকে রক্তাক্ত করেছিল একটা নয়, দুটো ধারালো...

তদন্তে জানা যায়, বিয়ের আগে থেকেই রাজের সঙ্গে সোনমের সম্পর্ক ছিল। বিয়ের ৩ দিনের মাথাতেই রাজের সঙ্গে মিলে রাজাকে খুনের পরিকল্পনা করে সোনম। সেখানে 'হাতিয়ার' করে এই হানিমুন ট্রিপকেই।

8/8
রাজকে রক্তাক্ত করেছিল একটা নয়, দুটো ধারালো...
রাজকে রক্তাক্ত করেছিল একটা নয়, দুটো ধারালো...

আবার এটাও সামনে এসেছে যে, রাজা-সোনম দুজনেই ছিলেন মাঙ্গলিক। তাই গ্রহের দোষ কাটাতেই রাজার সঙ্গে বিয়ের পর তাঁকে খুনের পরিকল্পনা করে সোনম। এমনকি রাজাকে খুন করে বিধবা হয়ে রাজকে বিয়ের প্ল্যান করেছিল সে।





Read More