PHOTOS

Mamta Kulkarni in Mahakumbh: নাম জড়িয়েছিল মাদক মামলায়, এবার মহাকুম্ভে সন্ন্যাস নিলেন ৯০র লাস্যময়ী নায়িকা মমতা কুলকার্নি...

Mamta Kulkarni: ২০১৬ সালে থানে পুলিশ ২ হাজার কোটির একটি মাদক পাচার চক্রের তদন্ত শুরু করে; যেখানে মমতার নাম জড়িয়ে পড়ে। মূলত, মমতা কুলকার্নি ও তার সঙ্গী কথিত মাদক সম্রাট ভিকি গোস্বামীকে এই মামলায় অভিযুক্ত করা হয়। সেই মামলা থেকে মুক্তি পেয়েই সন্ন্যাস নিলেন মমতা। 

Advertisement
1/8
সন্ন্যাসিনী মমতা
সন্ন্যাসিনী মমতা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নব্বইয়ের দশকে অক্ষয় কুমার, আমির খান, সালমান খান, গোবিন্দ, সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় ঝড় তুলেছিলেন লাস্যময়ী নায়িকা মমতা কুলকার্নি। 

 

2/8
সন্ন্যাসিনী মমতা
সন্ন্যাসিনী মমতা

দীর্ঘ দিন ধরে বলিউড থেকে দূরে তিনি। এবার আলো ঝলমলে দুনিয়াকে বিদায় জানিয়ে সন্ন্যাসিনী হলেন অভিনেত্রী।

 

3/8
সন্ন্যাসিনী মমতা
সন্ন্যাসিনী মমতা

শুক্রবার ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা এলাহাবাদে গিয়ে মহাকুম্ভে যোগ দেওয়ার মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সলমানের এই নায়িকা।

 

4/8
সন্ন্যাসিনী মমতা
সন্ন্যাসিনী মমতা

মহাকুম্ভের কিন্নর আখড়াতে ‘মহামণ্ডলেশ্বর’ রীতির মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করেছেন মমতা। এদিন পিণ্ডদানও করেন তিনি। এই রীতির মাধ্যমে নতুন নামও গ্রহণ করেছেন। আজ থেকে তার নতুন নাম— শ্রী ইয়মাই মমতা নন্দ গিরি।

 

5/8
সন্ন্যাসিনী মমতা
সন্ন্যাসিনী মমতা

কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর অর্থাৎ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী ও জুনা আখড়ার আচার্য স্বামী জয় আম্বানন্দ গিরির সঙ্গেও দেখা করেন মমতা। 

 

6/8
সন্ন্যাসিনী মমতা
সন্ন্যাসিনী মমতা

সেই মুহূর্তের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সেইসব ভিডিওতে মমতাকে গেরুয়া রঙের পোশাকে দেখা যায়। তার সঙ্গে অভিনেত্রীর গলায় শোভা পাচ্ছে রুদ্রাক্ষের মালা। পুরোপুরি অচেনা রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

7/8
সন্ন্যাসিনী মমতা
সন্ন্যাসিনী মমতা

২০১৬ সালে থানে পুলিশ ২ হাজার কোটির একটি মাদক পাচার চক্রের তদন্ত শুরু করে; যেখানে মমতার নাম জড়িয়ে পড়ে। মূলত, মমতা কুলকার্নি ও তার সঙ্গী কথিত মাদক সম্রাট ভিকি গোস্বামীকে এই মামলায় অভিযুক্ত করা হয়। 

8/8
সন্ন্যাসিনী মমতা
সন্ন্যাসিনী মমতা

গত বছরের শেষের দিকে এ মামলা থেকে খালাস পান এই অভিনেত্রী। কিন্তু ২৪ বছর এই অভিযোগ মাথায় নিয়ে বিদেশে কাটিয়ে গত বছর ভারতে ফিরেন মমতা।





Read More