Kaushambi Chakraborty Adrit Roy Reception: ১১ মে অনুষ্ঠিত হয়ে গেল আদৃত-কৌশাম্বির রিসেপশনে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৯ মে বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন বাঙালি মেয়েদের হার্টথ্রোব অদৃত।
তাঁর সহ অভিনেত্রী কৌশাম্বিকে বিয়ে করেছেন তিনি। এবার হয়ে গেল তাঁদের রিসেপশনের অনুষ্ঠান।
সাদা লেহেঙ্গা এবং এবং শেরওয়ানিতে সেজেছিলেন তাঁরা, দেখে যেন লাগছে রূপকথার রাজা-রানি।
তাঁদের রিসেপশনের অনুষ্ঠানে এসেছিলেন বহু তারকা, বাদ যায়নি 'মিঠাই' পরিবারের সদস্যরাও।
বিয়ের মতো এইদিনও প্রায় মিঠাই সিরিয়ালের প্রত্যেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। বেশিরভাগ জনেরই পরনে ছিল সাদা পোশাক।
'মিঠাই' সিরিয়ালেই আলাপ হয়েছিল আদৃত-কৌশাম্বির। সেখানে ভাইবোনের চরিত্রে অভিনয় হয়েছিলেন তাঁরা।
হালকা মেক আপে এই দিনও রিসেপশনের সাজে কৌশাম্বির থেকে যেন চোখ সরানো যাচ্ছিল না।