South 24 Parganas: রাস্তার ধারে জন্ম নেয় সাত সারমেয়। তাদেরকে নিরাপদে রাখতে স্থানীয় ক্লাবের কিছু সদস্যরা ক্লাবেরই একতলায় গিয়ে রাখে। হঠাত্ ফোন আসে যে, সাত বাচ্চাকেই কেউ মেরে পালিয়ে গিয়েছে।
অশোক মান্না: ৭ টি সারমেয়কে মাথা থেঁতলে খুন।
কে বা কারা মেরে দিয়েছে সেই নিয়ে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের।
অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। মৃতদেহগুলি প্রিজারভ করে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট এখনও পর্যন্ত আসেনি।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলা সিংহির মোড় অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের এক তলার উপর।
জানা গিয়েছে, মাস দেড়েক আগে পথে সারমেয়ের ৭ টি বাচ্চা হয়। তাদেরকে নিয়ে ক্লাবের একতলায় রাখে কিছু সদস্যরা।
১ অগাস্ট দুপুর দেড়টা নাগাদ ক্লাবের ওই সদস্যদের কাছে খবর যায় যে, সারমেয়র বাচ্চাগুলিকে মেরে ফেলা হয়েছে।
তারা ক্লাবের ওই জায়গায় গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় ৭ সারমেয়র বাচ্চা মারা গিয়েছে। এরপর সদস্যরা বিষ্ণুপুর থানায় যায় ও লিখিত অভিযোগ দায়ের করেন।