PHOTOS

Stray Dogs Killed: সাত সারমেয় শিশুকে নৃশংস 'খু*ন'! মাথা থেঁতলে...র*ক্তাক্ত...

South 24 Parganas: রাস্তার ধারে জন্ম নেয় সাত সারমেয়। তাদেরকে নিরাপদে রাখতে স্থানীয় ক্লাবের কিছু সদস্যরা ক্লাবেরই একতলায় গিয়ে রাখে। হঠাত্‍ ফোন আসে যে, সাত বাচ্চাকেই কেউ মেরে পালিয়ে গিয়েছে।

Advertisement
1/7
সারমেয় 'খুন'
সারমেয় 'খুন'

অশোক মান্না: ৭ টি সারমেয়কে মাথা থেঁতলে খুন। 

2/7
সারমেয় 'খুন'
সারমেয় 'খুন'

কে বা কারা মেরে দিয়েছে সেই নিয়ে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। 

3/7
সারমেয় 'খুন'
সারমেয় 'খুন'

অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। মৃতদেহগুলি প্রিজারভ করে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট এখনও পর্যন্ত আসেনি।

 

4/7
সারমেয় 'খুন'
সারমেয় 'খুন'

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলা সিংহির মোড় অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের এক তলার উপর।

5/7
সারমেয় 'খুন'
সারমেয় 'খুন'

জানা গিয়েছে, মাস দেড়েক আগে পথে সারমেয়ের ৭ টি বাচ্চা হয়। তাদেরকে নিয়ে ক্লাবের একতলায় রাখে কিছু সদস্যরা।

 

6/7
সারমেয় 'খুন'
সারমেয় 'খুন'

১ অগাস্ট দুপুর দেড়টা নাগাদ ক্লাবের ওই সদস্যদের কাছে খবর যায় যে, সারমেয়র বাচ্চাগুলিকে মেরে ফেলা হয়েছে।

7/7
সারমেয় 'খুন'
সারমেয় 'খুন'

তারা ক্লাবের ওই জায়গায় গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় ৭ সারমেয়র বাচ্চা মারা গিয়েছে। এরপর সদস্যরা বিষ্ণুপুর থানায় যায় ও লিখিত অভিযোগ দায়ের করেন।





Read More