PHOTOS

Terrible Chooper Crash: আমদাবাদের পর ফের ভয়ংকর দুর্ঘটনা! কেদারনাথে ভেঙে পড়ল চপার, মৃত শিশু-সহ ৭...

Kedarnath Chooper Crash: আমদাবাদের পর ফের বড়সড় দুর্ঘটনা। উত্তরাখণ্ডে ভেঙে পড়ল চপার। মৃত্যু একরত্তি-সহ সাতজনের।

Advertisement
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরাখণ্ডে চারধাম যাত্রায় ভয়ংকর দুর্ঘটনা। রবিবার সকালে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী আসছিল চপারটি।

2/7

আকাশপথেই আচমকা ভেঙে পড়ে চপারটি। দুর্ঘটনায় পাইলট সহ সাত জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

3/7

সাত জন মৃতদের মধ্যে এক ২৩ মাসের শিশুও ছিল। ঘটনাস্থলে এনডিআরএফ এবং এসডিআরএফ দল পাঠানো হয়েছে। 

4/7

রিপোর্ট অনুযায়ী, রবিবার সকালে আরিয়ান কোম্পানির হেলিকপ্টারটি ভেঙে পড়ে।  ভোর ৫.৩০ মিনিটে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। খারাপ আবহাওয়া হেলিকপ্টার দুর্ঘটনার কারণ বলে জানা যাচ্ছে।

5/7

হেলিকপ্টার নোডাল অফিসার রাহুল চৌবে এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নন্দন সিং রাজওয়ার হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। গৌরীকুণ্ডের উপরে ঘাস কাটতে থাকা নেপালি বংশোদ্ভূত মহিলারা হেলিকপ্টার দুর্ঘটনার কথা জানিয়েছেন। 

 

6/7

আরও জানা গিয়েছে, মর্মান্তিক দুর্ঘটনায় ৭জনের মারা গিয়েছেন। তাদের মধ্যে এক দম্পতি এবং তাদের ২৩ মাস বয়সী শিশুও রয়েছে, জয়সওয়াল পরিবার মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানা গেছে।

7/7

হেলিকপ্টার দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, 'দ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার খবর খুবই দুঃখজনক। এসডিআরএফ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত। আমি সকল যাত্রীর নিরাপত্তার জন্য বাবা কেদারের কাছে প্রার্থনা করছি।'





Read More