Kedarnath Chooper Crash: আমদাবাদের পর ফের বড়সড় দুর্ঘটনা। উত্তরাখণ্ডে ভেঙে পড়ল চপার। মৃত্যু একরত্তি-সহ সাতজনের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরাখণ্ডে চারধাম যাত্রায় ভয়ংকর দুর্ঘটনা। রবিবার সকালে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী আসছিল চপারটি।
আকাশপথেই আচমকা ভেঙে পড়ে চপারটি। দুর্ঘটনায় পাইলট সহ সাত জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
সাত জন মৃতদের মধ্যে এক ২৩ মাসের শিশুও ছিল। ঘটনাস্থলে এনডিআরএফ এবং এসডিআরএফ দল পাঠানো হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, রবিবার সকালে আরিয়ান কোম্পানির হেলিকপ্টারটি ভেঙে পড়ে। ভোর ৫.৩০ মিনিটে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। খারাপ আবহাওয়া হেলিকপ্টার দুর্ঘটনার কারণ বলে জানা যাচ্ছে।
হেলিকপ্টার নোডাল অফিসার রাহুল চৌবে এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নন্দন সিং রাজওয়ার হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। গৌরীকুণ্ডের উপরে ঘাস কাটতে থাকা নেপালি বংশোদ্ভূত মহিলারা হেলিকপ্টার দুর্ঘটনার কথা জানিয়েছেন।
আরও জানা গিয়েছে, মর্মান্তিক দুর্ঘটনায় ৭জনের মারা গিয়েছেন। তাদের মধ্যে এক দম্পতি এবং তাদের ২৩ মাস বয়সী শিশুও রয়েছে, জয়সওয়াল পরিবার মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানা গেছে।
হেলিকপ্টার দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, 'দ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার খবর খুবই দুঃখজনক। এসডিআরএফ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত। আমি সকল যাত্রীর নিরাপত্তার জন্য বাবা কেদারের কাছে প্রার্থনা করছি।'