Jalgaon rail accident: ফের ভয়ংকর ট্রেন দুর্ঘটনা। আগুনের গুজবের ভয় ট্রেন থেকে ঝাঁপ। সেই সময় অন্যদিক থেকে আসছিল কর্ণাটক এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় বেঘোরে প্রাণ গেল কমপক্ষে ২০ জন যাত্রীর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহারাষ্ট্রের জলগাঁওয়ের পারান্দা রেলওয়ে স্টেশনের কাছে একটি ভয়ংকর দুর্ঘটনা।
পুষ্পক এক্সপ্রেসে আগুনের গুজবের রটে। যার জেরে আতঙ্কিত হয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন যাত্রীরা।
সেই সময় অন্য ট্রেনের ধাক্কায় ২০ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
কেউ কেউ পাশের ট্র্যাকে যেতে সক্ষম হয়। সেই সময় কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় বাকি যাত্রীরা।
কর্তৃপক্ষ জরুরী সহায়তা প্রদান এবং ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে ছুটেছে। নিহতের সংখ্যা নিশ্চিত করা এবং শনাক্ত করার চেষ্টা চলছে।
সেন্ট্রাল রেলওয়ের সিপিআরও ডঃ স্বনীল জানিয়েছেন, পুষ্পক এক্সপ্রেস লখনউ থেকে মুম্বই আসছিল। আগুন লেগেছে এই গুজবে রটে যাওয়ায় কিছু যাত্রী ট্র্যাকে নেমে পড়েন। অন্য দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় কয়েকজন যাত্রীর।
তিনি আরও জানান, ট্রেনে 'এসিপি' অর্থাৎ অ্যালার্ম চেইন টানানো ছিল। কেন চেইন টানানো হয়েছিল সে সম্পর্কে রেলের কাছে এখনও তথ্য নেই।