Northeast Floods: গত ৪৮ ঘণ্টা ধরে লাগাতার বৃষ্টি উত্তর-পূর্বে। টানা বৃষ্টির জেরে ভূমিধস, বন্যার ফলে ভয়াবহ পরিস্থিতি। ইতোমধ্যেই জানা গিয়েছে, গত দুদিন দুর্যোগে সেখানে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবল বৃষ্টিতে বানভাসী উত্তর-পূর্ব ভারত। গত দুই দিন ধরে টানা বৃষ্টির জেরে ভূমিধস ও বন্যায় বিধ্বস্ত এলাকাবাসী।
দুই দিনে দুর্যোগে মৃত্যু কমপক্ষে ৩০ জনের। আজ, রবিবার চোদ্দজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অসম, অরুণাচল, মেঘালয়, মণিপুর এবং মিজোরাম ভূমিধস ও বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অসমের ১২টি জেলায় কমপক্ষে ৬০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গিয়েছে, অসমে ৫জন, অরুণাচলে ৯ মারা গিয়েছেন। অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায় ভূমিধসের পর গাড়িটি রাস্তা থেকে ভেসে যাওয়ার পর দুটি পরিবারের সাতজন সদস্যের মৃত্যু হয়েছে।
আবহাওয়া অফিস অসমের কিছু অংশে লাল ও কমলা সর্তকতা এবং উত্তর-পূর্বের বাকি অংশে কমলা ও হলুদ সর্তকতা জারি করেছে।
অসমে, গত ২৪ ঘণ্টায় টানা বৃষ্টিপাতের ফলে ছয়টি জেলা বন্যার সৃষ্টি হয়। ফলে ভূমিধসে পাঁচ জনের মৃত্যু এবং ১০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, অরুণাচল প্রদেশে ভয়ংকর মর্মান্তিক ঘটনা ঘটে। ভূমিধসে একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ার পর সাতজনের মৃত্যু খবর পাওয়া যায়।
জানা গিয়েছে, গাড়িতে দুটি পরিবার ছিলর দুর্ঘটনাস্থলে উপস্থিত পরিবারের সদস্যরা নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।
খারাপ আবহাওয়ার কারণে মেরামতের কাজও শুরু করা যাচ্ছে না। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন পর্যটকেরাও।