PHOTOS

Northeast Rain: ভয়ংকর দুর্যোগ! নাগাড়ে বৃষ্টির জেরে বন্যা, ধস! উত্তর-পূর্বে মৃত কমপক্ষে ৩০...

Northeast Floods: গত ৪৮ ঘণ্টা ধরে লাগাতার বৃষ্টি উত্তর-পূর্বে। টানা বৃষ্টির জেরে ভূমিধস, বন্যার ফলে ভয়াবহ পরিস্থিতি। ইতোমধ্যেই জানা গিয়েছে, গত দুদিন দুর্যোগে সেখানে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে।  

Advertisement
1/8

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবল বৃষ্টিতে বানভাসী উত্তর-পূর্ব ভারত। গত দুই দিন ধরে টানা বৃষ্টির জেরে ভূমিধস ও বন্যায় বিধ্বস্ত এলাকাবাসী।

2/8

দুই দিনে দুর্যোগে মৃত্যু কমপক্ষে ৩০ জনের। আজ, রবিবার চোদ্দজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অসম, অরুণাচল, মেঘালয়, মণিপুর এবং মিজোরাম ভূমিধস ও বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অসমের ১২টি জেলায় কমপক্ষে ৬০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

3/8

জানা গিয়েছে, অসমে ৫জন, অরুণাচলে ৯ মারা গিয়েছেন। অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায় ভূমিধসের পর গাড়িটি রাস্তা থেকে ভেসে যাওয়ার পর দুটি পরিবারের সাতজন সদস্যের মৃত্যু হয়েছে।

4/8

আবহাওয়া অফিস অসমের কিছু অংশে লাল ও কমলা সর্তকতা এবং উত্তর-পূর্বের বাকি অংশে কমলা ও হলুদ সর্তকতা জারি করেছে।

 

5/8

অসমে, গত ২৪ ঘণ্টায় টানা বৃষ্টিপাতের ফলে ছয়টি জেলা বন্যার সৃষ্টি হয়। ফলে ভূমিধসে পাঁচ জনের মৃত্যু এবং ১০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

6/8

অন্যদিকে, অরুণাচল প্রদেশে ভয়ংকর মর্মান্তিক ঘটনা ঘটে। ভূমিধসে একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ার পর সাতজনের মৃত্যু খবর পাওয়া যায়।

7/8

জানা গিয়েছে, গাড়িতে দুটি পরিবার ছিলর  দুর্ঘটনাস্থলে উপস্থিত পরিবারের সদস্যরা নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। 

8/8

খারাপ আবহাওয়ার কারণে মেরামতের কাজও শুরু করা যাচ্ছে না। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন পর্যটকেরাও।  

 





Read More