PHOTOS

Shah Rukh-Salman on Eid: বান্দ্রায় জনসমুদ্র! ব্যালকনি থেকে ফ্যানেদের ঈদের শুভেচ্ছা শাহরুখ-সলমানের...

Shah Rukh Khan| Salman Khan| Eid 2024: প্রতিবছর বাড়ির বাইরে এসে ফ্যানেদের ঈদের শুভেচ্ছা জানাবেন শাহরুখ ও সলমান, এ যেন রীতি হয়ে উঠেছে। এবারও তার অন্যথা হল না। আর দুই খানকে এক ঝলক দেখতে প্রায় অবরুদ্ধ বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড। 

Advertisement
1/11
মন্নতের বাইরে শাহরুখ
মন্নতের বাইরে শাহরুখ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যত দূর চোখ যায়, শুধু মাথা আর মাথা আর গলা ফাটিয়ে চিত্কার প্রিয় তারকার জন্য। ঈদের দিন এই চিত্রই ধরা পড়ল মন্নতের সামনে। 

 

2/11
মন্নতের বাইরে শাহরুখ
মন্নতের বাইরে শাহরুখ

পড়ন্ত বিকেলের আলো মেখে মন্নতের বাইরে এলেন শাহরুখ খান। 

 

3/11
মন্নতের বাইরে শাহরুখ
মন্নতের বাইরে শাহরুখ

ঈদের শুভেচ্ছা জানালেন তাঁর অগণিত ভক্তকুলকে।

 

4/11
মন্নতের বাইরে শাহরুখ
মন্নতের বাইরে শাহরুখ

প্রতিবারের মতো এবছরও সকাল থেকে জমছিল ভিড়। অবশেষে ভক্তদের ডাকে সাডা় দিলেন কিং খান। 

 

5/11
মন্নতের বাইরে শাহরুখ
মন্নতের বাইরে শাহরুখ

কখন সেলাম, কখনও নমস্কার কখনও নিজস্ব স্টাইলে ধরা দিলেন শাহরুখ। 

 

6/11
মন্নতের বাইরে শাহরুখ
মন্নতের বাইরে শাহরুখ

সাদা শেরওয়ানিতে আরও একবার কয়েক কোটি ভারতীয়র মনে হিল্লোল তুললেন বয়স ৫৮-এর 'যুবক'। 

 

7/11
গ্যালাক্সির বাইরে সলমান
গ্যালাক্সির বাইরে সলমান

তবে শুধু মন্নতের বাইরেই নয়, হাজার হাজার ভক্তের ভিড় জমেছিল গ্যালাক্সির বাইরেও। 

 

8/11
গ্যালাক্সির বাইরে সলমান
গ্যালাক্সির বাইরে সলমান

একসময় ভিড় হাতের বাইরে চলে যাওয়ায় লাঠিচার্জও করতে হয় পুলিসকে। তাও তারা সরেননি, শুধুমাত্র ভাইজানকে এক ঝলক দেখার জন্য। 

 

9/11
গ্যালাক্সির বাইরে সলমান
গ্যালাক্সির বাইরে সলমান

অবশেষে সন্ধে নামার আগে তিনি এলেন। ব্য়ালকনি থেকেই ফ্যানেদের ঈদ মুবারক জানালেন। 

 

10/11
গ্যালাক্সির বাইরে সলমান
গ্যালাক্সির বাইরে সলমান

এদিন শাহরুখের মতোই সলমানের পরনে ছিল সাদা কুর্তা। 

 

11/11
গ্যালাক্সির বাইরে সলমান
গ্যালাক্সির বাইরে সলমান

দুই খানের ফ্যানেদের চোটে তখন প্রায় অবরুদ্ধ বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড।





Read More