Shah Rukh Khan| Salman Khan| Eid 2024: প্রতিবছর বাড়ির বাইরে এসে ফ্যানেদের ঈদের শুভেচ্ছা জানাবেন শাহরুখ ও সলমান, এ যেন রীতি হয়ে উঠেছে। এবারও তার অন্যথা হল না। আর দুই খানকে এক ঝলক দেখতে প্রায় অবরুদ্ধ বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যত দূর চোখ যায়, শুধু মাথা আর মাথা আর গলা ফাটিয়ে চিত্কার প্রিয় তারকার জন্য। ঈদের দিন এই চিত্রই ধরা পড়ল মন্নতের সামনে।
পড়ন্ত বিকেলের আলো মেখে মন্নতের বাইরে এলেন শাহরুখ খান।
ঈদের শুভেচ্ছা জানালেন তাঁর অগণিত ভক্তকুলকে।
প্রতিবারের মতো এবছরও সকাল থেকে জমছিল ভিড়। অবশেষে ভক্তদের ডাকে সাডা় দিলেন কিং খান।
কখন সেলাম, কখনও নমস্কার কখনও নিজস্ব স্টাইলে ধরা দিলেন শাহরুখ।
সাদা শেরওয়ানিতে আরও একবার কয়েক কোটি ভারতীয়র মনে হিল্লোল তুললেন বয়স ৫৮-এর 'যুবক'।
তবে শুধু মন্নতের বাইরেই নয়, হাজার হাজার ভক্তের ভিড় জমেছিল গ্যালাক্সির বাইরেও।
একসময় ভিড় হাতের বাইরে চলে যাওয়ায় লাঠিচার্জও করতে হয় পুলিসকে। তাও তারা সরেননি, শুধুমাত্র ভাইজানকে এক ঝলক দেখার জন্য।
অবশেষে সন্ধে নামার আগে তিনি এলেন। ব্য়ালকনি থেকেই ফ্যানেদের ঈদ মুবারক জানালেন।
এদিন শাহরুখের মতোই সলমানের পরনে ছিল সাদা কুর্তা।
দুই খানের ফ্যানেদের চোটে তখন প্রায় অবরুদ্ধ বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড।