PHOTOS

Shah Rukh Khan: পাঠানের সাফল্যে সাহসী শাহরুখ, পর পর ফেলবেন ৯ বোম...

চার বছরের বিরতির রেশ কাটিয়ে পুরোদমে আবার ৯টি নতুন ছবি করছেন শাহরুখ খান।  তালিকায় ‘পাঠান’, ‘জওয়ান’-সহ ছাড়াও আর কী কী রয়েছে জেনে নিন

Advertisement
1/10
শাহরুখের পরবর্তী ছবি
শাহরুখের পরবর্তী ছবি

বক্স অফিসে ঝড় তুলেছে পাঠান। একের পর এক অসফলতার পর দীর্ঘ চার বছরের বিরতি। টানা চার বছরের বিরতির পর একসঙ্গে অনেক ছবির কাজ নিয়ে আবার বলিউডে কাম ব্যাক করেছেন কিং খান। প্রায় ৯ টি ছবি ব্যাক টু ব্যাক মুক্তি পেতে পারে কিং খানের। 

2/10
শাহরুখের পরবর্তী ছবি
শাহরুখের পরবর্তী ছবি

সঞ্জয় লীলা বনসালির নতুন ছবি ‘ইজহার’-এ দেখা যাবে শাহরুখ খানকে। ‘দেবদাস’-এর পর প্রায় ২০ বছর বাদে আবার ফিরে আসছে শাহরুখ ও বানসালির জুটি। 

3/10
শাহরুখের পরবর্তী ছবি
শাহরুখের পরবর্তী ছবি

‘চক দে ইন্ডিয়া’র পরিচালক সীমিত আমিনের সঙ্গেও নতুন একটি ছবির চুক্তিতে রয়েছেন শাহরুখ খান। পিরিয়ড ড্রামা নির্ভর হতে চলেছে এই ছবি।

4/10
শাহরুখের পরবর্তী ছবি
শাহরুখের পরবর্তী ছবি

ভাইজানের ‘টাইগার ৩’ ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বাদশাহকে। ইদ উপলক্ষে শাহরুখ খান এবং সালমান খান একসঙ্গে বড় পর্দায় ধরা দেবেন। 

5/10
শাহরুখের পরবর্তী ছবি
শাহরুখের পরবর্তী ছবি

নাথুরাম গডসে যখন মহাত্মা গান্ধীকে হত্যা করেন, তারপরে কী কী ঘটেছিল ভারতীয় রাজনীতিতে সেই গল্প নিয়ে আসছে আরও একটি নতুন ছবি ‘হে রাম’। কমল হাসানের পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন শাহরুখ খান। 

6/10
শাহরুখের পরবর্তী ছবি
শাহরুখের পরবর্তী ছবি

শাহরুখ,সালমান ওহৃত্বিকে নিয়ে স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি খুব তাড়াতাড়ি মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

7/10
শাহরুখের পরবর্তী ছবি
শাহরুখের পরবর্তী ছবি

আশুতোষ গোয়ারিকর পরিচালিত অপারেশন 'খুখরি'তেও দেখা যাবে কিং খানকে। ভারতের বিমান বাহিনী এবং সেনাদের নিয়ে অপারেশন খুখরির সত্য ঘটনা এবার সিনেমা হয়ে ফুটে উঠবে দর্শকদের সামনে। 

8/10
শাহরুখের পরবর্তী ছবি
শাহরুখের পরবর্তী ছবি

‘ডাঙ্কি’ ছবির জন্য শাহরুখ এবং রাজকুমার হিরানি জোট বেঁধেছেন চলেছেন। ছবির শ্যুটিংয়ে দারুণ ব্যস্ত রয়েছেন শাহরুখ খান।এই ছবিটি চলতি বছরের ২২শে ডিসেম্বর মুক্তি পাবে।

9/10
শাহরুখের পরবর্তী ছবি
শাহরুখের পরবর্তী ছবি

রাইজের পর আরও একবার শাহরুখ এবং রাহুল ঢোলাকিয়া একসঙ্গে একটি ছবি নিয়ে আসতে চলেছেন বলেই শোনা যাচ্ছে। 

10/10
শাহরুখের পরবর্তী ছবি
শাহরুখের পরবর্তী ছবি

‘জওয়ান’ ছবিতেও দেখা যেতে চলেছে কিং খানকে। তিনি এই ছবির জন্য দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে জোট বেঁধেছেন। এই বছরের জুন মাসে মুক্তি পাবে জওয়ান। 





Read More