PHOTOS

Shah Rukh Khan: ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছে ফ্যানেরা, শুভেচ্ছা জানাতে আচমকা মন্নতের বাইরে শাহরুখ...

Shah Rukh Khan: সপ্তাহে শেষে ফ্যানেদের সারপ্রাইজ দিলেন এসআরকে। ঈদ বা জন্মদিন নয়, এমনকী সিনেমার রিলিজও নয়, তাও কেন মন্নতের বাইরে এসে ফ্যানেদের শুভেচ্ছা জানালেন শাহরুখ!

Advertisement
1/6
শাহরুখের সারপ্রাইজ
শাহরুখের সারপ্রাইজ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার শাহরুখ নয়, তাঁর ফ্যানেরা নাম লেখাল গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।

 

2/6
শাহরুখের সারপ্রাইজ
শাহরুখের সারপ্রাইজ

শনিবার প্রায় ৩০০ জন ফ্যান হাজির হয় মন্নতের বাইরে। সবাই মিলে একসঙ্গে শাহরুখের সিগনেচার পোজ দেয়। সবচেয়ে বেশি সংখ্যক ফ্যান জমায়েত হয়ে কোনও সুপারস্টারের পোজ পারফর্ম করে রেকর্ড গড়ে।

 

3/6
শাহরুখের সারপ্রাইজ
শাহরুখের সারপ্রাইজ

ফ্যানেদের শুভেচ্ছা জানাতেই এদিন মন্নতের বাইরে আসেন কিং খান।

  

4/6
শাহরুখের সারপ্রাইজ
শাহরুখের সারপ্রাইজ

শাহরুখের পরনে ছিল সাদা হুডি ও নীল জিন্স, চোখে সানগ্লাস। আচমকা সুপারস্টারের দেখা পেয়ে উচ্ছ্বসিত ফ্যানেরা।

 

5/6
শাহরুখের সারপ্রাইজ
শাহরুখের সারপ্রাইজ

পাশাপাশি রবিবারই পাঠানের ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার।

 

6/6
শাহরুখের সারপ্রাইজ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @varindertchawla

শনিবার সকালেই একদল ডান্সারকে দেখা যায় তাঁরা টিশার্ট পরে পাঠানের গানে নাচছে। এরপরেই আচমকা মন্নতের বাইরে এসে ফ্যানেদের সারপ্রাইজ দেন শাহরুখ।  





Read More