King Khan X Bengal Tiger: মেটগালায় বহুপ্রতীক্ষিত ডেবিউ হতে চলেছে শাহরুখ খানের। এই প্রথম মেটগালায় হাঁটবেন কিং খান। সোমবার ডিজাইনার সব্যসাচী মুখার্জির একটি পোস্ট ঘিরে শুরু হয় নয়া জল্পনা। ফ্যানেদের অনুমান, ধুতি পাঞ্জাবি পরতে পারেন শাহরুখ। এ বছরের মেট গালার থিম নাম— ‘সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল’। কীভাবে কিং খানকে সাজাবেন সব্যসাচী? সেদিকেই তাকিয়ে গোটা বিনোদুনিয়া।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেট গালা ২০২৫-এর (Met Gala 2025) রেড কার্পেটে বহুপ্রতীক্ষিত ডেবিউ হতে চলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan)। এই প্রথম মেটগালায় হাঁটবেন কিং খান।
সব্যসাচীর ডিজাইন করা পোশাকেই হাঁটবেন শাহরুখ, এমনটাই খবর। এতদিন ধরে শোনা যাচ্ছিল নানা কানাঘুষো।
সোমবার ডিজাইনার সব্যসাচী মুখার্জির একটি পোস্ট ঘিরে শুরু হয় নয়া জল্পনা।
পোস্টে লেখা কিং খান, বেঙ্গল টাইগার। সেখান থেকেই বোঝা যায় যে অনুমানই ঠিক। সব্যসাচীর পোশাকেই নজর কাড়বেন শাহরুখ।
ফ্যানেদের অনুমান, ধুতি পাঞ্জাবি পরতে পারেন শাহরুখ। কারণ বেঙ্গলের সঙ্গে পোশাকের কথা উঠলেই ধুতি পাঞ্জাবির কথাই মনে পড়ে সকলের।
কিছুদিন আগেই একটি ব্রেসলেটের ছবি শেয়ার করেন সব্যসাচী। সোনার ও হিরের সেই ব্রেসলেটের নাম বেঙ্গল টাইগার ব্রেসলেট। অনুমান করা হচ্ছে, সেই ব্রেসলেটও দেখা যাবে শাহরুখের হাতে।
প্রতি বছর ‘মেট গালা’ হয় নিউ ইয়র্ক শহরের আর্টস কস্টিউম ইনস্টিটিউট মেট্রোপলিটান মিউজিয়ামে।
প্রতি বছরই আমন্ত্রিতদের জন্য আগে থেকে ঘোষণা করা হয় ‘থিম’। এ বছরের মেট গালার থিম নাম— ‘সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল’।
থিমের ভাবনা অনুপ্রাণিত কৃষ্ণাঙ্গদের ফ্যাশন বিপ্লব থেকে। তার সঙ্গে কীভাবে বেঙ্গল টাইগারকে মেলাবেন সব্যসাচী? নাকি কিং খানকে একেবারে অন্য লুক দেবেন তিনি, তাই দেখার।
রক্ষণাবেক্ষণের জন্য টাকা তুলতেই প্রতি বছর একটি ফ্যাশন প্রদর্শনীর আয়োজন করা হয়, হাজির হন ফ্যাশন জগতের নামী ব্যক্তিরা। এবছর প্রথম হাঁটবেন শাহরুখ। সোমবারই সেই মেটগালা।
গত বছর ভারত থেকে আলিয়া ভাটের পাশাপাশি মেটগালায় হাজির ছিলেন ডিজাইনার সব্যসাচী স্বয়ং।
সব্যসাচী প্রথম ভারতীয় ডিজাইনার যিনি মেটগালায় হেঁটে ইতিহাস গড়েছিলেন। এবার তাঁর পোশাকেই সেজে উঠবেন কিং খান।