PHOTOS

Exclusive Shah Rukh Khan: পাশে থাকার অঙ্গীকার! কলকাতায় অ্যাসিড আক্রান্তদের সঙ্গে আড্ডায় শাহরুখ...

Shah Rukh Khan met acid attack survivor: অ্যাসিড আক্রমণে আক্রান্তদের অস্ত্রোপচার, আত্মনির্ভরতা, বাড়ি তৈরি-সহ একাধিক সমস্যায় পাশে থাকে শাহরুখের স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। জীবনের মূলস্রোতে প্রত্যাবর্তনের পরে ওঁদের কাছে উপার্জনের রাস্তাও এ বার খুলে দিতে চান শাহরুখ খান। আর তাও গোপনে। তাই সংবাদমাধ্যমকে না জানিয়েই তাঁদের সঙ্গে সাক্ষাৎ করলেন শাহরুখ খান।

Advertisement
1/11
পাশে থাকার অঙ্গীকার...
পাশে থাকার অঙ্গীকার...

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়:  জীবনযুদ্ধে হারার মতো পরিস্থিতি থেকে যাঁরা জিতে ফিরে আসেন তাঁরাই তো বাজিগর। কেকেআরের জয়ের পরে দলমালিক শাহরুখ খান কলকাতা ছাড়ার আগে দেখা করলেন এ রকমই বাজিগরদের সঙ্গে।

 

2/11
পাশে থাকার অঙ্গীকার...
পাশে থাকার অঙ্গীকার...

ওঁরা জীবনের যাবতীয় প্রতিকূলতাকে ফুঁ দিয়ে উড়িয়ে জীবন সংগ্রামে মাথা উঁচু করে এগিয়ে চলেন।

 

3/11
পাশে থাকার অঙ্গীকার...
পাশে থাকার অঙ্গীকার...

কেউ কোনও বিকৃতমনস্ক পুরুষের দ্বারা কেউ বা গার্হস্থ্য হিংসার শিকার হয়ে বা দুর্ঘটনায় অ্যাসিড আক্রান্ত হয়ে জীবনের অন্ধকার চোরাগলিতে হারিয়ে যেতে বসেছিলেন।

 

4/11
পাশে থাকার অঙ্গীকার...
পাশে থাকার অঙ্গীকার...

কিন্তু মনের জোর আর তাগিদের মেলবন্ধনেই সেই প্রতিকূলতাকে হারিয়ে জয়ী হয়েছেন।

 

5/11
পাশে থাকার অঙ্গীকার...
পাশে থাকার অঙ্গীকার...

কেকেআরের মতোই ওদের স্লোগান করব, লড়ব, জিতব রে।

 

6/11
পাশে থাকার অঙ্গীকার...
পাশে থাকার অঙ্গীকার...

সেই মণীষা পৈলান, সোনালিরা এই লড়াইয়ে পাশে পেয়েছেন কেকেআর মালিক তথা মেগাস্টার শাহরুখ খানকে।

 

7/11
পাশে থাকার অঙ্গীকার...
পাশে থাকার অঙ্গীকার...

প্রথম ম্যাচ হারের পরে ইডেনে দুরন্ত জয়ের চব্বিশ ঘণ্টাদের মধ্যেই বাংলার অ্যাসিড সারভাইভারদের সঙ্গে কলকাতার হোটেলেই আড্ডা দিলেন কিং খান।

 

8/11
পাশে থাকার অঙ্গীকার...
পাশে থাকার অঙ্গীকার...

আগে থেকেই অ্যাসিড আক্রান্তদের সময় দিয়ে রেখেছিলেন শাহরুখ।

 

9/11
পাশে থাকার অঙ্গীকার...
পাশে থাকার অঙ্গীকার...

আড্ডায় বসে ওঁদের শাহরুখ দিলেন আরও এগিয়ে যাওয়ার প্রেরণা।

 

10/11
পাশে থাকার অঙ্গীকার...
পাশে থাকার অঙ্গীকার...

শুধু গুরুগম্ভীর কথা নয়, ওঁদের সঙ্গে মজা, ঠাট্টাও করলেন শাহরুখ খান।

 

11/11
পাশে থাকার অঙ্গীকার...
পাশে থাকার অঙ্গীকার...

এমনকী ওঁদের আমন্ত্রণ জানালেন মন্নতে লাঞ্চের জন্যও। রাখলেন আবদারও। যে ছবি হাতে এসেছে জি চব্বিশ ঘণ্টার হাতে।





Read More